TRENDING:

Turkey, Azerbaijan Travel Boycott: তুরস্ক, আজারবাইজান থেকে মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা ! ট্রাভেল এজেন্ট ফেডারেশনের পক্ষ থেকে জারি হল নির্দেশিকা

Last Updated:

Turkey, Azerbaijan Travel Boycott : প্রত্যেক বছর ভারত থেকে বড় সংখ্যায় পর্যটকেরা তুরস্ক এবং আজারবাইজানে ঘুরতে যান। কিন্তু সম্প্রতি দেশের প্রথম সারির একাধিক ভ্রমণ সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, বড় সংখ্যায় পর্যটকেরা তুরস্ক এবং আজারবাইজানের বুকিং বাতিল করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা যখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তখন জানা যায় পশ্চিম এশিয়ার তুরস্ক এবং আজারবাইজান— দুই দেশ পাকিস্তানের পক্ষ নিয়েছে। এমনিতে এই দুই দেশের অর্থনীতিই অনেকাংশে পর্যটন নির্ভর। প্রত্যেক বছর ভারত থেকে বড় সংখ্যায় পর্যটকেরা তুরস্ক এবং আজারবাইজানে ঘুরতে যান। কিন্তু সম্প্রতি দেশের প্রথম সারির একাধিক ভ্রমণ সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, বড় সংখ্যায় পর্যটকেরা তুরস্ক এবং আজারবাইজানের বুকিং বাতিল করছেন।
তুরস্ক, আজারবাইজান থেকে মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা
তুরস্ক, আজারবাইজান থেকে মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা
advertisement

আরও পড়ুন– কাশ্মীর থেকে দিল্লি, টানেল থেকে মেট্রো, বিলিয়ন ডলারের তুর্কি ডিল নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে চলেছে ভারত?

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (TAFI) নির্দেশিকা জারি করেছে ৷ তুরস্ক, আজারবাইজানে ভারতীয় পর্যটকদের না যাওয়ার জন্যই অনুরোধ জানিয়েছেন তাঁরা। সারা দেশ থেকে প্রায় ৬ লক্ষ পর্যটক যায় তুরস্কে। নির্দেশিকায় উল্লেখ দেশ আছে, সন্ত্রাস ও পর্যটন এক সঙ্গে চলতে পারে না। যাদের টিকিট কাটা আছে তাদের বাতিল কর‍তে বলা হচ্ছে। প্রয়োজনে বাতিলের চার্জ নেওয়া হবে না। উল্লেখ্য, কলকাতা থেকে প্রায় ১৫০০-এর বেশি পর্যটকদের ওই দুই দেশে যাওয়ার কথা ছিল এই সময়ে।

advertisement

আরও পড়ুন– সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কিছু ভুল ধারণা এবং সত্য: ভারত নয়, বরং এই দেশ থেকেই উৎপত্তি হয়েছে সিন্ধু আর শতদ্রুর, তারা কি জল বন্ধ করে দিতে পারে?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

TAFI-র ন্যাশনাল কমিটির সদস্য অনিল পাঞ্জাবি জানিয়েছেন, ‘‘আমাদের পর্যটকরা পহেলগাঁও গিয়েছিলেন বিমানে, ফিরে এল কফিনে। যারা এই কাজ করেছিল, তাদের সাহায্য করেছিল তুরস্ক। যদিও ২০২৩ সালে ভূমিকম্পের সময়ে আমরা ওদের সমস্ত দিক থেকে সাহায্য করেছিলাম। ওই দেশের পর্যটন ব্যবসার উপর অর্থনীতি নির্ভর করে। এর পরেও ওরা যে কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। বিশ্বে আরও ২০০ দেশ আছে। সেখানে যাতায়াত করুক মানুষ। তাই আমরা তুরস্কের সঙ্গে সমস্ত পর্যটন বাতিল করছি।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Turkey, Azerbaijan Travel Boycott: তুরস্ক, আজারবাইজান থেকে মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা ! ট্রাভেল এজেন্ট ফেডারেশনের পক্ষ থেকে জারি হল নির্দেশিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল