ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (TAFI) নির্দেশিকা জারি করেছে ৷ তুরস্ক, আজারবাইজানে ভারতীয় পর্যটকদের না যাওয়ার জন্যই অনুরোধ জানিয়েছেন তাঁরা। সারা দেশ থেকে প্রায় ৬ লক্ষ পর্যটক যায় তুরস্কে। নির্দেশিকায় উল্লেখ দেশ আছে, সন্ত্রাস ও পর্যটন এক সঙ্গে চলতে পারে না। যাদের টিকিট কাটা আছে তাদের বাতিল করতে বলা হচ্ছে। প্রয়োজনে বাতিলের চার্জ নেওয়া হবে না। উল্লেখ্য, কলকাতা থেকে প্রায় ১৫০০-এর বেশি পর্যটকদের ওই দুই দেশে যাওয়ার কথা ছিল এই সময়ে।
advertisement
TAFI-র ন্যাশনাল কমিটির সদস্য অনিল পাঞ্জাবি জানিয়েছেন, ‘‘আমাদের পর্যটকরা পহেলগাঁও গিয়েছিলেন বিমানে, ফিরে এল কফিনে। যারা এই কাজ করেছিল, তাদের সাহায্য করেছিল তুরস্ক। যদিও ২০২৩ সালে ভূমিকম্পের সময়ে আমরা ওদের সমস্ত দিক থেকে সাহায্য করেছিলাম। ওই দেশের পর্যটন ব্যবসার উপর অর্থনীতি নির্ভর করে। এর পরেও ওরা যে কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। বিশ্বে আরও ২০০ দেশ আছে। সেখানে যাতায়াত করুক মানুষ। তাই আমরা তুরস্কের সঙ্গে সমস্ত পর্যটন বাতিল করছি।’’