TRENDING:

IRCTC Tour Package: সস্তায় ঘুরে আসুন পুরী, নন্দনকানন! IRCTC-র নতুন প‍্যাকেজ জানলে তাক লেগে যাবে

Last Updated:

এই প্যাকেজের মাধ্যমে আপনি পুরী, ভুবনেশ্বর, নন্দনকানন, চিল্কা এবং কোনার্ক দেখতে পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নতুন এয়ার ট‍্যুর প‍্যাকেজ চালু করতে চলেছে IRCTC। যদি পুরী, নন্দনকানন-সহ উড়িষ‍্যার আরও নানা জায়গা ঘুরে আসতে চান, তাহলে এখনই দেখে নিন কী কী সুযোগ রয়েছে।
সস্তায় ঘুরে আসুন পুরী, নন্দনকানন!  IRCTC-র নতুন প‍্যাকেজ জানলে তাক লেগে যাবে
সস্তায় ঘুরে আসুন পুরী, নন্দনকানন! IRCTC-র নতুন প‍্যাকেজ জানলে তাক লেগে যাবে
advertisement

IRCTC-র ট্যুর প্যাকেজগুলি অন‍্য সংস্থার প্যাকেজ তুলনায় অনেক সস্তা। যদি ডিসেম্বরের ছুটিতে উড়িষ‍্যার বিভিন্ন জায়গায় ঘুরে আসতে চান তবে এই প‍্যাকেজ একেবারে আদর্শ। এই প্যাকেজের মাধ্যমে আপনি পুরী, ভুবনেশ্বর, নন্দনকানন, চিল্কা এবং কোনার্ক দেখতে পাবেন। IRCTC-এর এই প্যাকেজ শুরু হবে লখনউ থেকে । ৪ রাত এবং ৫ দিনের এই প‍্যাকেজে আরও কি কি সুবিধা থাকছে দেখে নিন।

advertisement

যাত্রা শুরু হবে ১ ডিসেম্বর থেকে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। বিমানে আপনি লখনউ থেকে ভুবনেশ্বর পৌঁছবেন এবং ফিরেও আসতে পারবেন। প্যাকেজে যাত্রীদের রাউন্ড ট্রিপ বিমান ভ্রমণ, বাসস্থান এবং সকালের জলখাবার ও রাতের খাবারেরও ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: ৮‍% সুদ দিচ্ছে কেন্দ্র সরকারের এই স্কিম, আপনিও হয়ে উঠতে পারেন কয়েক লক্ষ টাকার মালিক

advertisement

IRCTC থেকে প্রাপ্ত তথ‍্য অনুযায়ী, এই প্যাকেজে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, ধৌলি স্তূপা, জগন্নাথ মন্দির, চিল্কা হ্রদ, অলারনাথ মন্দির, চন্দ্রভাগা সমুদ্র সৈকত, সূর্য মন্দির এবং কোনার্ক নৃত্য উৎসব, লিঙ্গরাজ মন্দির ইত্যাদি ভ্রমণের আয়োজন করা হবে।

ট্যুর প্যাকেজের খুঁটিনাটি

প্যাকেজের নাম- emple Tour Of Puri With Konark Dance Festival (NLA89)

গন্তব্য স্থল- ভুবনেশ্বর, নন্দনকানন, পুরী, চিল্কা এবং কোনার্ক

advertisement

কতদিনের সফর- ৪ রাত ৫ দিন

যাত্রা শুরুর দিন- ১ ডিসেম্বর ২০২৩

খাবার-ব্রেকফাস্ট এবং ডিনার

ক্লাস- কমফোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই প‍্যাকেজ অনুযায়ী প্রতি ব‍্যক্তির খরচ পড়বে ৩৭,১০০ টাকা। এটি ট্রিপল অকুপেন্সির জন্য খরচ। ডাবল অকুপেন্সির জন্য মাথাপিছু খরচ হবে ৩৯,৪০০ টাকা। ৫ বছরের কম বয়সীদের জন‍্য ১৬,৬০০ টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IRCTC Tour Package: সস্তায় ঘুরে আসুন পুরী, নন্দনকানন! IRCTC-র নতুন প‍্যাকেজ জানলে তাক লেগে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল