TRENDING:

PM Kisan: আগামিকালের মধ্যে এই কাজটি না করলে মিলবে না পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা

Last Updated:

কেন্দ্র সরকারের তরফে এখন পর্যন্ত ১১টি কিস্তির টাকার কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের কৃষকদের জন্য বড় খবর ৷ দেশের কোটি কোটি কৃষকরা এখন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির টাকা অপেক্ষা করছেন ৷ আগামী কিস্তির টাকার জন্য কেওয়াইসি করানো অত্যন্ত জরুরি ৷ কেওয়াইসি করানোর আগামিকালই শেষ দিন ৷ বুধবারের মধ্যে ই-কেওয়াইসি না করালে আগামী কিস্তির টাকা পাবেন না কৃষকরা ৷
advertisement

এই যোজনায় কৃষকরা এক বছরে তিনটি কিস্তিতে ২-২ হাজার টাকা পেয়ে থাকেন ৷ কেন্দ্র সরকারের তরফে এখন পর্যন্ত ১১টি কিস্তির টাকার কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ ১২তম কিস্তির টাকা আর কয়েকদিনের মধ্যে পেতে চলেছেন দেশের কৃষকরা ৷ এখন পর্যন্ত দেশের প্রায় ১১.২০ কোটি কৃষকরা এই স্কিমে নিজেদের নথিভুক্ত করেছেন ৷

advertisement

আরও পড়ুন: উৎসবের মরসুমে ভারতের বাজারে আসতে চলেছে এক ঝাঁক নতুন গাড়ি!

দরকার লাগবে রেশন কার্ডও-

সরকার সময় সময়ে যোজনায় বেশ কিছু বদল করে থাকে যাতে অন্য কেউ এর অপব্যবহার না করতে পারে ৷ অবৈধ ভাবে যাতে কেউ এই যোজনার সুবিধা নিতে না পারেন তার জন্য রেশন কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এবার থেকে যে কৃষকরা নিজেদের নাম এই যোজনার সঙ্গে যুক্ত করতে চাইবেন তাঁদের রেশন কার্ড জমা করতে হবে ৷

advertisement

আরও পড়ুন: তিন সন্তানই ভরসা, তাই তাঁদের হাতেই ব্যবসার দায়িত্ব সঁপলেন মুকেশ আম্বানি

সরকার প্রথমে কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ জুলাই দিয়েছিল ৷ পরে সেটা বাড়িয়ে ৩১ অগাস্ট ২০২২ করে দেওয়া হয় ৷ বুধবার অর্থাৎ আগামিকাল কেওয়াইসি করার শেষ দিন ৷ যে কৃষকরা কেওয়াইসি করাবেন না তাঁদের আগামী কিস্তি পেতে সমস্যায় পড়তে হতে পারে ৷ শুধু তাই নয় ভবিষ্যতেও এই যোজনার সুবিধা মিলবে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

কৃষকদের সুবিধার্থে ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল ৷ যে কৃষকদের ২ হেক্টর বা তার কম জমি রয়েছে তারা এই স্কিমের সুবিধা পাবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আগামিকালের মধ্যে এই কাজটি না করলে মিলবে না পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল