TRENDING:

Tomato Price: টমেটো হবে সস্তা! কেন্দ্রীয় সরকারের বিরাট পদক্ষেপ, দাম কমবে অনেকটা

Last Updated:

বুধবার ডিপার্টমেন্ট অফ কনজিউমারস অ্যাফেয়াস একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, যে জায়গাগুলির খুচরো বাজারে টমেটোর দাম সবচেয়ে বেশী বেড়েছে গত এক মাসে সেই জায়গাগুলির চিহ্নিত করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিনিস্ট্রি অফ কনজিউমারস অ্যাফেয়াস, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (NAFED) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশনকে (NCCF) নির্দেশ দিয়েছে তাঁরা যেনো অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মান্ডি থেকে টমেটো সংগ্রহ করে মূল বাজারগুলিতে পাঠায়, যেখানে শেষ এক মাসে রেকর্ড হারে দাম বেড়েছে টমেটোর। যে টমেটোর স্টকে ছিল সে গুলি এই সপ্তাহের শুক্রবারের মধ্যে দিল্লি-এনসিআর অঞ্চলের খুচর বাজারে ক্রেতাদের কাছে দামে ছাড় দিয়ে বিক্রি করা হবে।
advertisement

বুধবার ডিপার্টমেন্ট অফ কনজিউমারস অ্যাফেয়াস একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, যে জায়গাগুলির খুচরো বাজারে টমেটোর দাম সবচেয়ে বেশী বেড়েছে গত এক মাসে সেই জায়গাগুলির চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নিত জায়গাগুলিতে আগে টমেটোর দামে হস্তক্ষেপ করা হবে।

আরও পড়ুন: কবে কমবে টমেটোর দাম? আসল খবর শুনলে মাথায় হাত পড়বে! জেনে নিন চটপট

advertisement

টমেটো ভারতের প্রায় সব রাজ্যেই উত্পাদিত হয়, যদিও বিভিন্ন পরিমাণে। সর্বাধিক উৎপাদন হয় ভারতের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে, যা সমগ্র ভারতের উৎপাদনের ৫৬-৫৮ শতাংশ। দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলগুলিতে বেশী উৎপাদন হয় বলে এরা অন্যান্য বাজারে টমেটো সরবরাহ করে।

বিভিন্ন অঞ্চলে উৎপাদনের মরসুমও আলাদা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত সবচেয়ে বেশী টমেটো উৎপাদিত হয়। জুলাই-অগাস্ট এবং অক্টোবর-নভেম্বর মাসে টমেটোর কম ফলন হয়। জুলাই মাস বর্ষার মাস, এই সময় ফসল ফলান থেকে বন্টন নানা ক্ষেত্রে নানা সমস্যা দেখা যায়, তাই সবটা নিয়েই টমেটোর মূল্যবৃদ্ধি হয়।

advertisement

আরও পড়ুন: অবাক কাণ্ড! মাঠে নেমে ধান চাষ করলেন রাহুল! চালালেন ট্রাক্টরও

বর্তমানে, গুজরাট, মধ্যপ্রদেশ এবং অন্যান্য কিছু রাজ্যের বাজারে আসা বেশিরভাগ ট মেটোই মহারাষ্ট্র বিশেষ করে সাতারা, নারায়ণগাঁও এবং নাসিক থেকে আসছে যা এই মাসের শেষ পর্যন্ত আসবে বলে আশা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ থেকেও বেশ কিছুটা পরিমন টমেটো আসছে। দিল্লি-এনসিআর-এ প্রধানত হিমাচল প্রদেশ এবং কিছু পরিমাণ কর্ণাটকের কোলার থেকে টমেটো আসে। কিন্তু হিমাচলে বন্যা পরিস্থিতির ফলে তা কিছুটা ব্যহত হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাসিক জেলা থেকে শীঘ্রই নতুন ফসল আসবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি অগাস্টে, নারায়ণগাঁও ও ঔরঙ্গাবাদের কিছু এলাকা ও মধ্যপ্রদেশের থেকেও টমেটো পাওয়া যাবে। সেই অনুযায়ী অদূর ভবিষ্যতে দাম যে কিছুটা কমবে তা আশা করা যাচ্ছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tomato Price: টমেটো হবে সস্তা! কেন্দ্রীয় সরকারের বিরাট পদক্ষেপ, দাম কমবে অনেকটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল