Rahul Gandhi: অবাক কাণ্ড! মাঠে নেমে ধান চাষ করলেন রাহুল! চালালেন ট্রাক্টরও

Last Updated:
দিল্লি-সিমলা সফরের মাঝে হরিয়ানার সোনপতে থামলেন তিনি। মাটি-কাদা মেখে একদম অন্য রূপে ধরা দিলেন রাহুল। দেশের মাটিতে বুনলেন সোনার ফসল। পাশাপাশি গ্রামবাসিদের সঙ্গেও কথা বললেন।
1/9
২০২৪-এর নির্বাচনকে পাখির চোখ করে 'ভারত জোড়ো যাত্রা' সফরে রাহুল গান্ধি। দেশের নানা প্রান্তে চলছে সফর। তার মধ্যেই দিল্লি থেকে সিমলা যাওয়ার পথে হরিয়ানায় পা দিলেন রাহুল গান্ধি। {ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
২০২৪-এর নির্বাচনকে পাখির চোখ করে 'ভারত জোড়ো যাত্রা' সফরে রাহুল গান্ধি। দেশের নানা প্রান্তে চলছে সফর। তার মধ্যেই দিল্লি থেকে সিমলা যাওয়ার পথে হরিয়ানায় পা দিলেন রাহুল গান্ধি। {ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
advertisement
2/9
দিল্লি-সিমলা সফরের মাঝে হরিয়ানার সোনপতে থামলেন তিনি। মাটি-কাদা মেখে একদম অন্য রূপে ধরা দিলেন রাহুল। দেশের মাটিতে বুনলেন সোনার ফসল। পাশাপাশি গ্রামবাসিদের সঙ্গেও কথা বললেন।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
দিল্লি-সিমলা সফরের মাঝে হরিয়ানার সোনপতে থামলেন তিনি। মাটি-কাদা মেখে একদম অন্য রূপে ধরা দিলেন রাহুল। দেশের মাটিতে বুনলেন সোনার ফসল। পাশাপাশি গ্রামবাসিদের সঙ্গেও কথা বললেন।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
advertisement
3/9
হাতে ধানের চারা নিয়ে কৃষকের ভূমিকায় দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে। মাঠে নেমে ধান রুইলেন রাহুল।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
হাতে ধানের চারা নিয়ে কৃষকের ভূমিকায় দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে। মাঠে নেমে ধান রুইলেন রাহুল।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
advertisement
4/9
শুধু তাই না হরিয়ানার বরোদার একাধিক গ্রাম ঘুরে দেখলেন রাহুল। কৃষি ক্ষেত্রের সুবিধা-অসুবিধা নিয়ে নানা কথা বলেন। পাশাপাশি কৃষকদের সমস্যার কথাও শুনলেন। {ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
শুধু তাই না হরিয়ানার বরোদার একাধিক গ্রাম ঘুরে দেখলেন রাহুল। কৃষি ক্ষেত্রের সুবিধা-অসুবিধা নিয়ে নানা কথা বলেন। পাশাপাশি কৃষকদের সমস্যার কথাও শুনলেন। {ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
advertisement
5/9
তবে শুধু কথা বলেই থেমে থাকেননি তিনি। নিজে মাঠেও নেমে পড়লেন। এখন ধান বোনার সময়। কীভাবে সব কাজ হচ্ছে তা দেখতেই মাঠে নামেন তিনি। তবে তাতেই ক্ষান্ত হন না এই কংগ্রেস নেতা। নিজেই হাতে তুলে নেন ধানের চারা। মাঠে ধান রুইতে শুরু করেন তিনি। {ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
তবে শুধু কথা বলেই থেমে থাকেননি তিনি। নিজে মাঠেও নেমে পড়লেন। এখন ধান বোনার সময়। কীভাবে সব কাজ হচ্ছে তা দেখতেই মাঠে নামেন তিনি। তবে তাতেই ক্ষান্ত হন না এই কংগ্রেস নেতা। নিজেই হাতে তুলে নেন ধানের চারা। মাঠে ধান রুইতে শুরু করেন তিনি। {ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
advertisement
6/9
শুধু ধান বোনাই না, অন্য কৃষকদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে চালান ট্রাক্টরও। তাঁকে ট্রাক্টরে চড়ে বসতে দেখা যায়। তারপর ট্রাক্টর চালাতে শুরু করেন  রাহুলকে।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
শুধু ধান বোনাই না, অন্য কৃষকদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে চালান ট্রাক্টরও। তাঁকে ট্রাক্টরে চড়ে বসতে দেখা যায়। তারপর ট্রাক্টর চালাতে শুরু করেন রাহুলকে।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
advertisement
7/9
শুধু কৃষি কাজ নয়। কেমন চলছে কৃষি কাজ তা নিয়ে  গ্রামবাসিদের সঙ্গে আলোচনার পাশাপাশি তাঁদের সঙ্গে বসেই সারলেন সকালের জলখাবার।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
শুধু কৃষি কাজ নয়। কেমন চলছে কৃষি কাজ তা নিয়ে গ্রামবাসিদের সঙ্গে আলোচনার পাশাপাশি তাঁদের সঙ্গে বসেই সারলেন সকালের জলখাবার।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
advertisement
8/9
কৃষি আইন নিয়ে কৃষক আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল হরিয়ানা। একাধিক অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমে ছিলেন কৃষকদের একটি বড় অংশ। সামনের লোকসভা নির্বাচনের আগে এই এলাকাতেই কৃষকদের সঙ্গে মিশে যেতে দেখা গেল রাহুলকে।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
কৃষি আইন নিয়ে কৃষক আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল হরিয়ানা। একাধিক অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমে ছিলেন কৃষকদের একটি বড় অংশ। সামনের লোকসভা নির্বাচনের আগে এই এলাকাতেই কৃষকদের সঙ্গে মিশে যেতে দেখা গেল রাহুলকে।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
advertisement
9/9
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই খুশি হাওয়া হরিয়ানার কংগ্রেসে নেতৃত্ব। হরিয়ানা মানেই তা কৃষির জন্য বিখ্যাত। তাই সেখানকার বাসিন্দাদের সঙ্গে কৃষিকাজ অঙ্গ-আঙ্গিক ভাবে জড়িয়ে। সেখানেই রাহুল গান্ধিকে মাঠে নেমে কাজ করতে দেখে খুশি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই খুশি হাওয়া হরিয়ানার কংগ্রেসে নেতৃত্ব। হরিয়ানা মানেই তা কৃষির জন্য বিখ্যাত। তাই সেখানকার বাসিন্দাদের সঙ্গে কৃষিকাজ অঙ্গ-আঙ্গিক ভাবে জড়িয়ে। সেখানেই রাহুল গান্ধিকে মাঠে নেমে কাজ করতে দেখে খুশি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।{ছবি সৌজন্যে রাহুল গান্ধির স্যোশাল মিডিয়া}
advertisement
advertisement
advertisement