TRENDING:

Tod’s SpA-র পণ্য ভারতে বিক্রি করবে Reliance, দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে স্বাক্ষর

Last Updated:

সংস্থার পুরো কার্যপ্রণালী এবার থেকে দেখাশোনা করবে RBL। তাদের মূল লক্ষ্যই হল ইতালির ওই ব্র্যান্ডের জন্য এ দেশের শক্তিশালী বাজারে গড়ে তোলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইতালীয় সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড (Reliance Brands Limited), সংক্ষেপে RBL। আর এর সঙ্গে এ দেশে শুরু হচ্ছে রিলায়েন্সের নতুন পথ চলা। সূত্রের খবর, ইতালির লাক্সারি ব্র্যান্ড Tod’s S.p.A.-র সঙ্গে দীর্ঘমেয়াদি সত্ত্বাধিকার চুক্তিতে সই করছে RBL। আর এর ফলে RBL ভারতীয় বাজারে Tod’s S.p.A.-র রিটেলার হিসাবে কাজ করবে।
Tod’s SpA-র পণ্য ভারতে বিক্রি করবে Reliance, দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে স্বাক্ষর
Tod’s SpA-র পণ্য ভারতে বিক্রি করবে Reliance, দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে স্বাক্ষর
advertisement

Tod’s S.p.A.-র নানা পণ্য যেমন জতো, হাত ব্যাগ এবং অন্য নানা ধরনের অ্যাকসেসারিজ ভারতের বাজারে বিক্রি করার অধিকার থাকবে শুধু রিলায়েন্সের। ২০০৮ সাল থেকেই ভারতের বাজারে Tod’s-এর পণ্য বিক্রি করা হয়। এতদিন নয়াদিল্লির ডিএলএফ এম্পেরিও (DLF Emporio) এবং মুম্বইয়ের প্যালাডিয়াম (Palladium)-এর মতো মোনো ব্র্যান্ড স্টোর (Mono Brand Stores) এবং আজিও লাক্স (Ajio Luxe)-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মেই পাওয়া যেত Tod’s-এর বিলাস বহুল পণ্য।

advertisement

আরও পড়ুন-ফিরে এল ২০১৯ সালের অগাস্ট মাসের স্মৃতি, ভয়ে দিন কাটাচ্ছেন বউবাজারের বাসিন্দারা

জানা গিয়েছে, সংস্থার পুরো কার্যপ্রণালী এবার থেকে দেখাশোনা করবে RBL। তাদের মূল লক্ষ্যই হল ইতালির ওই ব্র্যান্ডের জন্য এ দেশের শক্তিশালী বাজারে গড়ে তোলা। তবে, এটাই প্রথম নয়, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গেও এর আগেও গাঁটছড়া বেঁধেছে RBL, দেশের বাজারে নিয়ে এসেছে বিদেশের বিলাসজীবনের অবসর।

advertisement

রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দর্শন মেহতা (Darshan Mehta) বলেন, ‘‘উন্নত কারিগরি দক্ষতার সঙ্গে Tod’s মিশিয়ে নিয়েছে তাদের সমঝদার বাজার খোঁজার ক্ষমতা, তারই ফলে ইতালির এই সংস্থা সারা বিশ্বের বিলাসদ্রব্যের বাজারে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছে। এমন একটি নামী সংস্থার সঙ্গে অংশীদারিত্বে যেতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা চেষ্টা করব ভারতীয় বাজারে Tod’s-এর গুণমান, কারিগরি এবং আভিজাত্যকে আরও প্রসারিত করতে।’’

advertisement

আরও পড়ুন-অ্যাপার্টমেন্ট নির্বাচন অনলাইনে, রায় কলকাতা হাইকোর্টের

Tod’s-এর জেনারেল ব্র্যান্ড ম্যানেজার কার্লো আলবার্তো বেরেতা (Carlo Alberto Beretta) বলেন, ‘‘ভারতের শীর্ষস্থানীয় বিলাসপণ্যের রিটেলার সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরাও খুশি। আমাদের বিশ্বাস, গুণমান এবং আধুনিকতার প্রতি এই দুই সংস্থার যে অনুরাগ তা এই অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’’

advertisement

TOD’S গ্রুপের পরিচিতি

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রায় এক শতাব্দী আগে ইতালির কাসে দি’এতে (Casette D’Ete) একটি ছোট কারখানায় তৈরি হয়েছিল এই সংস্থা। তৈরি হত জুতো। প্রজন্মের পর প্রজন্ম ইতালিতে তৈরি জুতোই সারা বিশ্বে সরবরাহ করে এসেছে এই সংস্থা। ২০০০ সালের ৬ নভেম্বর এই সংস্থা মিলান স্টক এক্সচেঞ্জে (Milan Stock Exchange)-এ নাম তোলে। ২০১৩ সালে জুতোর সাম্রাজ্য পেরিয়ে এই সংস্থা মহিলাদের জন্য সম্পূর্ণ তৈরি করা পোশাক বিক্রি শুরু করে। পরের বছর তা চালু হয় পুরুষের জন্যও। এখন সারা বিশ্বে এই সংস্থার ৩১৮টি DOS, ৮৮টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tod’s SpA-র পণ্য ভারতে বিক্রি করবে Reliance, দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে স্বাক্ষর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল