TRENDING:

IRCTC Ticket Booking: এই ভাবে বুকিং করুন ট্রেনের টিকিট, তাহলেই পেয়ে যাবেন কনফার্ম টিকিট

Last Updated:

কীভাবে করবেন কনফার্ম টিকিট বুকিং জেনে নিন-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ানোর পরও যখন কনফার্ম টাকিট পাওয়া যায় না তখন আইআরসিটিসি-র তৎকাল টিকিট বুকিং পরিষেবার সুবিধা নিতে পারেন যাত্রীরা ৷ কিন্তু আজকার তৎকাল টিকিটের জন্যেও প্রচুর চাহিদা বেড়ে গিয়েছে ৷ তৎকাল টিকিটের জন্য আপনাদের অত্যন্ত দ্রুত গতিতে পুরো পদ্ধতি মেনে টিকিট বুকিং করতে হবে ৷ অনেক সময় দেখা গিয়েছে, ফেস্টিভ সিজনের সময় তৎকাল টিকিটও পাওয়া যায় না ৷
advertisement

সম্প্রতি এখন আর এই সমস্যায় পড়তে হবে না ৷ তৎকাল টিকিটের বুকিং এসি কোচের জন্য সকাল ১০টা এবং স্লিপারের কোচের জন্য সকাল ১১টায় খুলে যায় ৷ গোটা দেশে টিকিট বুকিংয়ের সময় একটাই হওয়ার কারণে সবার ক্ষেত্রে কনফার্ম টিকিট পাওয়া একটু মুশকিল হয়ে যায় ৷ কিন্তু সামান্য কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনি সহজেই টিকিট বুকিং করা যেতে পারে ৷ এর জন্য সবার প্রথমে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে লগইন করে my profile option একটি মাস্টার লিস্ট তৈরি করতে হবে ৷

advertisement

আরও পড়ুন: RBI- এর কঠোর পদক্ষেপ, নিয়ম লঙ্ঘনের জন্য দুই ব্যাঙ্কের উপর জরিমানা

আরও পড়ুন: দীপাবলি-ধনতেরসে ঠগদের থেকে সাবধান! গয়না কেনার সময় এই ৫টি জিনিস খেয়াল রাখতে হব

কীভাবে করবেন কনফার্ম টিকিট বুকিং

  • আইআরসিটিসি ওয়েবসাইটে নির্দিষ্ট সময় থেকে ১ মিনিট আগে লগইন করতে হবে
  • advertisement

  • বেশি আগে থেকে লগইন করে থাকলেও সমস্যায় পড়তে হতে পারে
  • এরপর সবার প্রথমে আইআরসিটিসি ওয়ালেটে টাকা রাখতে হবে কারণ পেমেন্ট অনেক সময় লেগে যায়
  • টিকিট বুকিং শুরু হতেই যাত্রীদের ডিটেল দেওয়ার জায়গায় মাস্টার লিস্ট ব্যবহার করতে হবে ৷ এর জেরে আপনার অনেক সময় বেঁচে যাবে
  • advertisement

  • ওয়ালেটে টাকা না থাকলে আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন
  • এর পাশাপাশি প্রিমিয়াম তৎকাল ও সিনিয়ার সিটিজেনদের মতো অপশনে সঠিক কোটা সিলেক্ট করতে হবে

সবার ক্ষেত্রে তৎকাল টিকিট পাওয়া সম্ভব নয় -

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স মেনে আপনার কনফার্ম তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷ কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে সবাই তৎকাল টিকিট পাবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IRCTC Ticket Booking: এই ভাবে বুকিং করুন ট্রেনের টিকিট, তাহলেই পেয়ে যাবেন কনফার্ম টিকিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল