এমনই একটি স্টক হল টাটা গ্রুপের। এই পড়তির বাজারেও যা রীতিমতো ভেলকি দেখাচ্ছে। অটোমোটিভ স্টাম্পিংস অ্যান্ড অ্যাসেম্বলিস লিমিটেড টাটা গ্রুপের একটা কোম্পানি। এরা মূলত ইস্পাতের শিট তৈরি করে। গত এক বছরে ১০০০ শতাংশ রিটার্ন দিয়েছে টাটা গ্রুপের এই স্টক। মালামাল হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন: ৩১ মার্চের মধ্যে এই কাজগুলো করতেই হবে, একবার চোখ বুলিয়ে নিন!
advertisement
অটোমোটিভ স্টাম্পিংস অ্যান্ড অ্যাসেম্বলিস লিমিটেডের স্টক বর্তমানে ৩৭৫.৯৫ টাকায় ট্রেড করছে। তবে গতকালের তুলনায় আজ এই স্টকের দাম কিছুটা কমেছে। তবে রেকর্ড অক্ষুণ্ণ রয়েছে। চলতি বছরই ২৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত এর মজুত বেড়েছে প্রায় ৮০ শতাংশ।
এই স্টক কখনও খালি হাতে ফেরায়নি। বিনিয়োগকারীদের বড়লোক করে দেওয়ার ইতিহাস রয়েছে টাটা গ্রুপের এই স্টকের। গত বছরেও মাল্টিব্যাগার স্টকগুলির মধ্যে অন্যতম ছিল অটোমোটিভ স্টাম্পিংস অ্যান্ড অ্যাসেম্বলিস লিমিটেডের স্টক। গত এক বছরে এর শেয়ারের দাম ৩৫.২৫ টাকা থেকে বেড়ে ৩৯৫.৭০ টাকা হয়েছে। অর্থাৎ প্রায় ১০০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নয়া রেট জারি, দেখে নিন আজ কত টাকা দাম বাড়াল তেল সংস্থাগুলি
এই বছরের জানুয়ারিতে এনএসই-তে শেয়ার প্রতি সর্বোচ্চ ৯২৫.৪৫ টাকা ওঠার পর, স্টকটি প্রায় এক মাস ধরে চাপে ছিল। কিন্তু গত এক মাসে, এই মাল্টিব্যাগার স্টক ২৮৫ টাকা থেকে বেড়ে ৩৯৫.৭০ টাকা হয়েছে। এই সময়ের মধ্যে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসে, টাটার এই স্টকটি প্রায় ৫৭৫ শতাংশ বেড়েছে। স্টকটি ৫৮.৪৫ থেকে বেড়ে হয় ৩৯৫.৭০ টাকা। একইভাবে গত এক বছরে স্টকটি ৩৫.২৫ টাকা থেকে ৩৯৫.৭০ টাকায় পৌঁছেছে। মাত্র এক বছরের মধ্যে ১১ গুণেরও বেশি বৃদ্ধি।
আরও পড়ুন: কর্মচারীদের ধর্মঘটে ব্যাপক দুর্ভোগের আশঙ্কা! দু'দিন বিদ্যুৎহীন থাকার সম্ভাবনা
অন্যদিকে শেয়ার বাজার কাঁপাচ্ছে টাটা টেলি-সার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেডের শেয়ারও। টাটা গ্রুপের এই সংস্থা বিনিয়োগকারীদের ধনী করে তুলেছে। টাটার এই স্টক ক্রমাগত আপার সার্কিট দেখাচ্ছে। টেলি-সার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেডের শেয়ার ৪.৯৯ শতাংশ বেড়ে ২১৬.৬৫ টাকা হয়েছে। গত মাসে ২ ডিসেম্বর স্টকটি ১২৪.০৫ টাকায় ক্লোজ হয়েছিল। অর্থাৎ মাত্র এক মাসেই এই স্টকটি তার বিনিয়োগকারীদের ৭৪.৬৪ শতাংশ রিটার্ন দিয়েছে। গত বছর ২ জুলাই, এই স্টকটি মাত্র ৪৯.১০ টাকার ছিল। এখন তা ২১৬ টাকায় পৌঁছেছে। অর্থাৎ মাত্র মাসেই এই স্টকটি তার বিনিয়োগকারীদের প্রায় ৩২০.২৭ শতাংশ রিটার্ন দিয়েছে।