Petrol Diesel Prices : পেট্রোল-ডিজেলের নয়া রেট জারি, দেখে নিন আজ কত টাকা দাম বাড়াল তেল সংস্থাগুলি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Prices : চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম-
advertisement
সরকারি তেল সংস্থাগুলি এর আগে লাগাতার দু’দিনে পেট্রোল-ডিজেলের দাম ৮০ পয়সার বেশি বাড়ানো হয়েছিল ৷ এই দু’দিনে বেশিরভাগ শহরে পেট্রোলের দাম ১.৬০ টাকা বাড়ানো হয়েছে ৷ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের লাগাতার দাম বৃদ্ধির জেরে তেল সংস্থাগুলির উপরে চাপ বেড়েছে ৷ এর জেরেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷