যে পেনি স্টকটির বিষয়ে কথা হচ্ছে, সেটি রাসায়নিক শিল্পের। এই কোম্পানির শেয়ারের মূল্য ১৭ টাকা থেকে বেড়ে ২০৪১ টাকা হয়েছে। এই রাসায়নিক কোম্পানির নাম দীপক নাইট্রাইট। যা গত কয়েক বছরে অসাধারণ রিটার্ন দিয়েছে। মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন: আগামী কিস্তির টাকা নিয়ে বড় আপডেট! আজ অ্যাকাউন্টে আসতে পারে টাকা ? জেনে নিন
advertisement
৫ বছরে এসেছে ৯০০ শতাংশের বেশি রিটার্ন:
দীপক নাইট্রাইটের শেয়ার গত পাঁচ বছরে তার শেয়ারধারকদের ৯০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। ৫ বছর আগে এর একটা শেয়ারের দাম ছিল ১৯১ টাকা। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ২০৪১ টাকা। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রায় ৯৬৮ শতাংশ রিটার্ন এসেছে। শুধু তা-ই নয়, দীপক নাইট্রাইটের শেয়ারের দামও বাজারের অন্যান্য অংশের থেকে তুলনামূলক ভাবে স্থিতিশীল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১০ বছরে ১১০০০ শতাংশের আশ্চর্যজনক রিটার্ন:
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ মেয়াদে বিনিয়োগই লাভজনক হয়। শেয়ার বাজারের ক্ষেত্রে কথাটা সবচেয়ে ভাল খাটে। দীপক নাইট্রাইটের স্টকও দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়ে দিয়েছে। গত দশ বছরে ১১০০০ শতাংশের বেশি লাভ করেছে। দশ বছের আগে কোম্পানির শেয়ারের দাম ছিল ১৭.৯৪ টাকা। সেখান থেকে বেড়ে তা আজ ২০৪১ টাকা হয়েছে। অর্থাৎ যদি ১০ বছর আগে এই কোম্পানির শেয়ারে কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তা-হলে বর্তমানে তিনি ১ কোটি টাকার মালিক হতেন।
আরও পড়ুন: ফের বাড়ল দাম! দেখে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম
এই স্টক নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন?
ব্রোকারেজ আনন্দ রথী সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলেছেন, বাজারের ভরসা আছে দীপক নাইট্রাইটের শেয়ারে। ফলে আগামী দিনে দাম আরও বাড়তে পারে। ভারতের রাসয়নিক নির্মাতারা ধীরে ধীরে নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠছেন। বিশ্বব্যাপী সংস্থায় প্রাথমিক সরবরাহকারীর জায়গাও দখল নিচ্ছে তারা। তাই এই স্টকের উপর বাজি ধরাই যায়। অন্য দিকে, মতিলাল ওসওয়াল এই স্টকে তাদের ‘নিরপেক্ষ রেটিং’ ধরে রেখেছে। দীপক নাইট্রাইট বছরে ২৮ শতাংশ আয় বৃদ্ধির কথা জানিয়েছেন, প্রধানত দাম বৃদ্ধির কারণে। পাশাপাশি এ-ও বলা হচ্ছে, এই শেয়ারে দীর্ঘমেয়াদী বৃদ্ধির ভালো সম্ভাবনা রয়েছে৷
