এর ফলে ৩০ শতাংশ জল কম খরচ হয়েছে। উত্তরপ্রদেশের কৃষক রামশরণ শর্মা জানিয়েছেন যে ৩০ শতাংশ জল কম খরচ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মুনাফা অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ ১ একর জমিতে ১৫০ কুইন্টালের বেশি আলু উৎপাদন করার ফলে তাঁর খরচ অনেকটাই কমে গিয়েছে। খরচ কমে যাওয়ার ফলে তাঁর লাভের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: রাঁধতে ভালোবাসেন? বাড়ি বসে অনলাইনে বিক্রি করে কামাতে পারেন অঢেল টাকা, দেখে নিন কীভাবে!
বর্তমানে কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন টেকনিক ব্যবহার করা হচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কৃষকরা নতুন নতুন টেকনিক ব্যবহার করছেন, ফসলের উৎপাদন বাড়ানোর জন্য। নতুন টেকনিক ব্যবহার করার ফলে ফসল উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের মুনাফা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এর মধ্যেই পুরো দেশকে আবার চমকে দিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কৃষক রামশরণ শর্মা। তিনি এর আগে কলা এবং টম্যাটোর ফলন করে সবাইকে চমকে দিয়েছিলেন। এবার তিনি মাত্র ১ একর জমিতে ১৫০ কুইন্টালের বেশি আলু উৎপাদন করে নতুন একটি রেকর্ড তৈরি করেছেন।
আরও পড়ুন: ৬ টাকাতেই জিতে যান লক্ষ লক্ষ টাকা! জেনে নিন লটারির ফলাফল
নতুন টেকনিকের ব্যবহার -
রামশরণ শর্মা, তাঁর ১ একর জমিতে ১৫০ কুইন্টালের বেশি আলু উৎপাদন করেছেন। সাধারণত আলুর চাষ করার সময় জমির মধ্যে আল বানিয়ে তার মধ্যে আলু কেটে পুতে দিতে হয়। সেই আল সাধারণত ১২ থেকে ১৪ ইঞ্চি মোটা হয়। এর মধ্যেই আলু উৎপাদন হয়। সাধারণত ১২ থেকে ১৪ ইঞ্চি আলে ১০০ থেকে ১২০ কুইন্টাল আলু উৎপাদন হয়। কিন্তু উত্তরপ্রদেশের কৃষক রামশরণ শর্মা ১ একর জমিতে ৫৬ ইঞ্চির আল তৈরি করেছেন। এর ফলে সেখানে ১৫০ কুইন্টালের বেশি আলুর উৎপাদন হয়েছে।