করৌলি গ্রাম পঞ্চায়েত সানেট গ্রামের এক কৃষক বেগুন চাষ করে বিশেষ পরিচিতি তৈরি করে ফেলেছেন। প্রায় ২৫ বছর আগে তাঁর বাবা এই বেগুন চাষ শুরু করেছিলেন বলে জানা যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেই চাষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই কৃষক।
আরও পড়ুন: ২০০০ টাকার নোট দিলে নিতেই হবে ১৫০০ টাকার তেল! পেট্রোল পাম্পের ‘জালিয়াতি’ নিয়ে সরব সাধারণ মানুষ!
advertisement
প্রায় ২৫ বছর ধরে নিজের পৈতৃক ৪ বিঘা জমিতে গোল ও লম্বা বেগুন চাষ করে আসছেন করৌলির কৃষক হরি সিং মীনা। তিনি বলেন, ‘বেগুন চাষে খরচ কম এবং ঐতিহ্যগত চাষের তুলনায় বেগুন চাষে কম পরিশ্রম করতে হয়। সার ও বীজের প্রয়োজনও হয় অনেক কম।’ শুধু তাই নয় বীজ বপন থেকে ফসল ঘরে তোলা পর্যন্তই পরিশ্রম কম, এই চাষে নিড়ানির প্রয়োজন খুবই কম হয়ে থাকে।
কৃষক হরি সিং মিনার মতে, বেগুন চাষ হয় বারো মাস। সারা বছর ফলনের কারণে বেগুন বিক্রি করায় লাভও রয়েছে। গম ও সর্ষের চাষের পরিবর্তে দুই থেকে তিন বার জলসেচ করে বেগুন চাষ করা হয়। একারণে তিনি প্রায় ২৫ বছর ধরে তার ৪ বিঘা জমিতে গোল ও লম্বা বেগুন চাষ করছেন।
হরি সিং মিনা জানান, বেগুন চাষে প্রতি কেজি কমপক্ষে ২৫ থেকে ৩০ টাকা পাওয়া যেতে পারে। অনেক সময় বাজারে এর দামও বেশি পাওয়া যায়। তাই বাবার আমল থেকেই তিনি বেগুন চাষ করে আসছেন। ওই কৃষক জানান, বর্তমানে তিনি গোল ও লম্বা বেগুনের দাম পাচ্ছেন প্রতি কেজি ৪০ টাকা পর্যন্ত। যার কারণে এবছর তাঁরা বেগুন চাষ করে লাখ লাখ টাকা লাভ করছেন।
কৃষক হরি সিং মীনা জানান, শুধু লাভই সব নয়। বরং এই ৪ বিঘা জমিতে বেগুন চাষ করে কয়েক ডজন লোকের কর্মসংস্থান হয়!