অনুমান করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির পর থেকে ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো শুরু করে দিয়েছে ৷ প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক তাদের এফডি-র সুদের হার বাড়িয়েছে ৷ এর জেরে ব্যাঙ্কে যাঁরা এফডি করিয়েছেন তাঁরা অনেকটাই লাভবান হয়েছেন ৷ এফডি সকলের কাছে বিনিয়োগ করার অত্যন্ত সুরক্ষিত মাধ্যম মনে করা হয় যেখান থেকে বেশ ভাল অঙ্কের টাকা রিটার্ন পাওয়া যায় ৷
advertisement
আরও পড়ুন: আজকে বন্ধ হয়ে যাচ্ছে ১১০ বছরের পুরনো এই ব্যাঙ্ক, জলে চলে গেল আপনার জমানো টাকা ?
দেখে নিন নতুন সুদের হার-
লাইভ মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী, ৭দিন থেকে ১০ বছরের এফডি-তে ব্যাঙ্ক ২.৫০ শতাংশ থেকে ৬.১০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ প্রবীণ নাগরিকরা ৩ শতাংশ থেকে ৬.৬০ শতাংশ সুদ পাচ্ছেন ৷ ৭ থেকে ১৪ দিনের এফডি-তে ২.৫০ শতাংশ এবং ১৫ থেকে ৩০ দিনের এফডি-তে মিলবে ২.৬৫ শতাংশ সুদ ৷ ৩১ দিন থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে ৩.২৫ শতাংশ সুদ, এবং ৯১ থেকে ১৭৯ দিনের এফডি-তে পেয়ে যাবেন ৩.৭৫ শতাংশ সুদ ৷ ১৮০ থেকে ৩৬৩ দিনে ম্যাচিউর হওয়া এফডি-তে মিলবে ৫ শতাংশ এবং ৩৬৪ দিনের এফডি-র ক্ষেত্রে পেয়ে যাবেন ৫.২৫ শতাংশ সুদ ৷
আরও পড়ুন: এই ৭৭ হাজার কৃষকের আটকে যেতে পারে যোজনার টাকা, লিস্টে আপনার নাম নেই তো ?
মিলবে ৬.১০ শতাংশ সুদ
৩৬৫ থেকে ৩৮৯ দিনের এফডি-তে আগের মতো ৫.৭৫ শতাংশ সুদ দেবে ব্যাঙ্ক ৷ ৩৯০ দিন থেকে ২৩ মাসের এফডি-তে মিলেব ৬ শতাংশ সুদ ৷ একই ভাবে ২৩ মাস থেকে ২ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৬.১০ শতাংশ সুদ ৷ ব্যাঙ্ক এবার ২ বছর থেকে ১০ বছরের এফডি-তে পেয়ে যাবেন ৬.১০ শতাংশ সুদ ৷ এর আগে ব্যাঙ্ক ৬ শতাংশ হিসেবে সুদ দিয়ে থাকে ৷