কেডিয়া কমোডিটিজের এমডি অজয় কেডিয়া জানিয়েছেন, আগামী দীপাবলি পর্যন্ত সোনার দাম (Gold and Silver Price) রেকর্ড উচ্চতায় পৌঁছে যাবে ৷ তাই সোনায় ইনভেস্ট করা এখনই সবচেয়ে সেরা সময় বলে মনে করা হচ্ছে ৷ গ্রাহকরা ফিজিক্যাল গোল্ডের পাশাপাশি Sovereign গোল্ড, ডিজিটাল গোল্ড, গোল্ড মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে সোনা কিনতে পারবেন ৷ সোনা কেনার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ৷
advertisement
আরও পড়ুন: ১৮ বছর বয়স হওয়ার আগেই বানিয়ে ফেলতে পারবেন প্যান কার্ড! দেখে নিন কীভাবে....
১. ভালো রিটার্ন- রিপোর্টে দেখা গিয়েছে ২০২০-তে সোনা প্রায় ২৫ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ আগামী বছর দীপাবলিতে সোনার দাম প্রায় ৫৫ থেকে ৬০ হাজার টাকা প্রতি ১০ গ্রামে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ চাহিদা বাড়তে থাকায়, মূল্যবৃদ্ধি, ক্রড অয়েলের ঊর্ধ্বমুখী দাম, কম বৈশ্বিক বৃদ্ধির পূর্বাভাস, চিনের লোয়ার রেটিংয়ের জেরে সোনার দাম বাড়বে ৷
২. বিপুল দাম বাড়বে রুপোর দাম- সোনার থেকেও বেশি চাহিদা থাকবে রুপোর ৷ ২০২২ সালে ৭৫ হাজার থেকে প্রতি কিলোগ্রামে ৮০ হাজার টাকা হতে পারে রুপোর দাম৷
৩. দুই তিনটে ফর্মে করতে হবে ইনভেস্টমেন্ট- দুটি বা তিনটে ফর্মে সোনায় ইনভেস্ট করতে পারবেন ৷ যাঁরা ফিজিক্যাল গোল্ডের সুরক্ষা নিয়ে নিশ্চিত নন তাঁরা ডিজিটাল গোল্ড ও গোল্ড ইটিএফে ইনভেস্ট করতে পারবেন ৷ ধনতেরসে গ্রাহকরা ৫০ শতাংশ সোনা ও ৫০ শতাংশ রুপোয় ইনভেস্ট করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷
আরও পড়ুন: ১৮ বছর বয়স হওয়ার আগেই বানিয়ে ফেলতে পারবেন প্যান কার্ড! দেখে নিন কীভাবে....
৪. হলমার্ক করা জুয়েলারি কিনবেন- হলমার্ক করা গয়নায় শুদ্ধকার গ্যারেন্টি থাকে ৷ তাই সব সময় হলমার্ক করা জুয়েলারিই কিনবেন ৷
৫. যাচাই করে নিন শুদ্ধতা - সোনার শুদ্ধতা ক্যারেটে যাচাই করা হয়ে থাকে ৷ ২৪ ক্যারেট সোনা মানে ৯৯.৯ শতাংশ শুদ্ধ ৷ এটা ৯৯৯ নম্বর দিয়ে বোঝানো হয় ৷ ২২ ক্যারেট সোনা মানে ৯২ শতাংশ শুদ্ধ ৷
৬. মেকিং চার্জ জেনে নিন- সোনার গয়নার (Gold and Silver Price) উপরে লেবর চার্জ হিসেবে মেকিং চার্জ নেওয়া হয়ে থাকে ৷ মেকিং চার্জ জুয়েলারির ডিজাইনের উপর অনেকটাই নির্ভর করে ৷ জুয়েলারি মেশিন মেড না হ্যান্ড মেড তার উপরেও মেকিং চার্জ নির্ভর করে ৷ মেশিন মেড জুয়েলারি হ্যান্ড মেড জুয়েলারি থেকে সস্তা হয় ৷