TRENDING:

Flexi Cap Fund: ৪৪ শতাংশের বেশি রিটার্ন! বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে এই দুই ফ্লেক্সি ক্যাপ ফান্ড!

Last Updated:

Flexi Cap Fund: দুটি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড- এগুলোতে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করে ৪৪ শতাংশের বেশি রিটার্ন মিলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফ্লেক্সি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে মালামাল হচ্ছেন বিনিয়োগকারীরা। মিলছে অপ্রত্যাশিত রিটার্ন। আসলে ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলি তাদের মোট সম্পদের কমপক্ষে ৬৫ শতাংশ ইক্যুইটিতে বিনিয়োগ করে। এবং এর কোনও উর্ধসীমা নেই। পুরোটাই নির্ভর করে ফান্ড ম্যানেজারের উপর। এখানে দুটি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করা হল। এগুলোতে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করে ৪৪ শতাংশের বেশি রিটার্ন মিলেছে।
advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ধামাকা! ১৩% DA বৃদ্ধির সম্ভাবনা সঙ্গে বকেয়া

পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড – ডিরেক্ট প্ল্যান-গ্রোথ: ২০১৩ সালের ২৮ মে এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে বাজারে আনে পিপিএফএএস মিউচুয়াল ফান্ড। এটা উচ্চ ঝুঁকির মিডিয়াম সাইজ ক্যাটাগরির ওপেন এন্ডেড ফান্ড। বাজারে আসার পর থেকে এই ফান্ড ১৯.৪২ শতাংশ গড়ে বার্ষিক রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।

advertisement

এই ফান্ডের এইউএম হল ২১৭৬৮.৪৮ কোটি টাকার। ২০২২-এর ৬ মে-র ঘোষণা অনুযায়ী ফান্ডের এনএভি ৪৯.০০৮১ টাকা। ফান্দের ব্যয় অনুপাত ০.৭৯ শতাংশ, যা তার বিভাগের গড় ব্যয় অনুপাতের কাছাকাছি কিন্তু গড় থেকে কম। ভ্যালু রিসার্চ এই ফান্ডকে ৫ স্টার রেটিং দিয়েছে।

আরও পড়ুন: মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি সুদ দিচ্ছে এই ৪ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা!

advertisement

পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড তার মোট সম্পদের ৬৬.৪৪ শতাংশ ইক্যুইটিতে বিনিয়োগ করেছে। এর মধ্যে ৪৪.৩ শতাংশ লার্জ ক্যাপ স্টকে, ৩.৮৩ শতাংশ মিড ক্যাপ স্টকে এবং ১২.০৭ শতাংশ স্মল ক্যাপ স্টকে ভাগ করে দেওয়া হয়েছে। ফান্ডের অধিকাংশ টাকা ঢালা হয়েছে আর্থিক, পরিষেবা, প্রযুক্তি, কনজিউমার স্টেপল এবং অটোমোবাইল সেক্টরে।

আরও পড়ুন: নাম-গোত্রহীন ডিজিটাল মুদ্রা নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সামনে অনেক চ্যালেঞ্জ

advertisement

পিজিআইএম ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড – ডিরেক্ট প্ল্যান গ্রোথ: ২০১৫ সালের ৪ মার্চ এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে বাজারে আনে পিজিআইএএম ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড। এটা উচ্চ ঝুঁকির মিডিয়াম সাইজ ক্যাটাগরির ওপেন এন্ডেড ফান্ড। বাজারে আসার পর থেকে এই ফান্ড ১৪.৬১ শতাংশ গড়ে বার্ষিক রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।

এই ফান্ডের এইউএম হল ৪,০৮২.৮৭ কোটি টাকার। ২০২২-এর ৬ মে-র ঘোষণা অনুযায়ী ফান্ডের এনএভি ২৬.৬২ টাকা। ফান্ডের ব্যয় অনুপাত ০.৪৪ শতাংশ, যা এর বিভাগের গড় ব্যয় অনুপাতের কম। ভ্যালু রিসার্চ এবং ক্রিসিল এই ফান্ডকে ৫ স্টার রেটিং দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এই ফান্ডের মোট সম্পদের ৯৮.২৮ শতাংশ বিনিয়োগই রয়েছে ইক্যুইটিতে। যার মধ্যে ৪৭.৪৪ শতাংশ লার্জ ক্যাপ স্টকে, ১৭.৯৪ শতাংশ মিড ক্যাপ স্টকে এবং ১৫.৯২ শতাংশ স্মল ক্যাপ স্টকে ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়াও ঋণে ০.২৪ শতাংশ বিনিয়োগ রয়েছে। যার বেশিরভাগটাই সরকারি সিকিউরিটিজে। ফান্ডের বেশিরভাগ অর্থ আর্থিক, প্রযুক্তি, মূলধন সামগ্রী, রাসায়নিক এবং উপকরণ খাতে বিনিয়োগ করা হয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Flexi Cap Fund: ৪৪ শতাংশের বেশি রিটার্ন! বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে এই দুই ফ্লেক্সি ক্যাপ ফান্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল