আরও পড়ুন: আর বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! আজ কত টাকায় মিলছে জ্বালানি
সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে চলে আসে ৷ এখনও পর্যন্ত কৃষকরা দশটি কিস্তির টাকা পেয়ে গিয়েছে ৷ প্রত্যেক কিস্তিতে ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ যোজনার সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কৃষকদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ চলছে এবং তাঁদের ডেটা লক করা হচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: মাথায় হাত! অগাস্ট থেকে বাড়তে পারে আপনার লোনের EMI, কী ভাবছে আরবিআই
১৫ এপ্রিল থেকে অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা-
জানা গিয়েছে, একাধিক জেলায় ১৪ এপ্রিল ডেটা লক করে দেওয়া হতে পারে ৷ এরপরই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে ৷ যে কৃষকদের সমস্ত ডকুমেন্টস সঠিক থাকবে এবং ভেরিফিকেশন হয়ে গিয়েছে তাঁদের অ্যাকাউন্টে ১৫ এপ্রিল বা ১৫ মে থেকে টাকা পাঠানো শুরু হয়ে যাবে ৷ গত বছরও ১৫ মে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷
কোন কৃষকরা পাবেন না আগামী কিস্তির টাকা-
সরকারের তরফে জানুয়ারি মাসে দশম কিস্তির টাকা দেওয়ার সময় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল আগামী কিস্তির জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ যে কৃষকরা এখনও ই-কেওয়াইসি করানো নেই তাঁরা আগামী কিস্তির টাকা পাবেন না ৷ ওটিপি-র মাধ্যমে অনলাইন ই-কেওয়াইসি-র সুবিধা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এখন ই-কেওয়াইসি করানোর জন্য কৃষকদের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে ৷
আরও পড়ুন: আয়কর বাঁচাতে কোনটি বিনিয়োগ সেরা বিকল্প? জেনে নিন কত কর বাঁচাতে পারবেন...
২২ মে পর্যন্ত করানো যাবে ই-কেওয়াইসি
পিএম কিষান যোজনার সুবিধা নেওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ এর জন্য একটি নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়েছে ৷ ২২ মে পর্যন্ত কৃষকরা ই-কেওয়াইসি করাতে পারবেন ৷ এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করালে যোজনা থেকে বের করে দেওয়া হবে ৷ অর্থাৎ আগামী দিনে এই যোজনার আর সুবিধা নেওয়া যাবে না ৷