ক্লিনিং সার্ভিস বা ক্লিনিং পরিষেবা:
ঘরদোর পরিষ্কার করতে পছন্দ করেন? তাহলে সেটাকেই একটা ব্যবসায় রূপান্তরিত করছেন না কেন? কীরকম? আজকাল ব্যস্ত সময়ে কারও হাতেই তেমন সময় থাকে না। ফলে বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট এমনকী বাণিজ্যিক জায়গা পরিষ্কার করানোর চাহিদাও থাকে তুঙ্গে। তাই ক্লিনিং সার্ভিস চালু করে পরিষেবা প্রদান করা যায়। এর জন্য প্রয়োজন হবে কিছু কর্মীর। আর যাতায়াত ব্যবস্থা এবং পরিষ্কার করার সরঞ্জামের বিষয়টাও মাথায় রাখতে হবে। পরিষেবা এবং জায়গা অনুযায়ী টাকা চার্জ করতে হবে।
advertisement
মেডিকেল ক্যুরিয়র পরিষেবা:
ভরসাযোগ্য যানবাহন আর সময় জ্ঞান থাকলে নিজের ক্যুরিয়র সার্ভিস শুরু করা যেতে পারে – বলা ভাল মেডিকেল ক্যুরিয়র পরিষেবা। এর মাধ্যমে ল্যাব স্পেসিমেন, প্রেসক্রিপশন ওষুধ এবং মেডিক্য়াল সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারবেন। ব্যবসা বাড়লে আরও গাড়ির চালক কাজের জন্য নিয়োগ করা যেতে পারে।
আরও পড়ুন: জরুরি প্রয়োজনে মাঝ পথেই তুলতে পারবেন SIP-র টাকা ? জেনে রাখুন বিনিয়োগ করার আগেই
আরও পড়ুন: কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে যোজনার টাকা, আপনি পেয়েছেন ? এই ভাবে চেক করে নিন
রাইডশেয়ার ড্রাইভার:
নিজের গাড়ি থাকলে সোনায় সোহাগা! এর মাধ্যমেই রাইডশেয়ার ড্রাইভার হয়ে যেতে পারেন। রাইডশেয়ার ড্রাইভারের ব্যবসায় স্বাধীনতা থাকে। না চাইলে অতিরিক্ত কাজ নেওয়ার দরকার হয় না। এই ব্যবসা শুরু করার জন্য প্রচুর পরিমাণে মূলধনেরও প্রয়োজন হয় না। আর অন্ত্রপ্রেনরশিপের দুনিয়ায় পদার্পণ করতে চাইলে রাইডশেয়ারিং ব্যবসার থেকে আর কিছু ভাল হতেই পারে না।