জরুরি প্রয়োজনে মাঝ পথেই তুলতে পারবেন SIP-র টাকা ? জেনে রাখুন বিনিয়োগ করার আগেই
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আপদকালীন প্রয়োজনে বিনিয়োগকৃত অর্থ তোলা যায় কি ?
advertisement
SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হল একটি সুশৃঙ্খল পদ্ধতি যা সাধারণত মিউচুয়াল ফান্ডে ব্যবহৃত হয়। এটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড স্কিমে নিয়মিত ব্যবধানে, মাসিক বা ত্রৈমাসিক হিসেবে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করার সুযোগ দেয়। আপদকালীন প্রয়োজনে বিনিয়োগকৃত অর্থ তুলে ফেলাও যায়। কিন্তু তার আগে সব দিক বিবেচনা করে রাখা প্রয়োজন।
advertisement
advertisement
advertisement
advertisement
ফান্ডের ধরন—কবে বিনিয়োগ করা অর্থ তুলে ফেলা যাবে তা নির্ভর করে কেমন ফান্ডে অর্থ বিনিয়োগ করা হয়েছে তার উপর।
যেমন, ক্লোজ-এন্ডেড পণ্য যেমন ELSS বা ফিক্সড ম্যাচিউরিটি ফান্ড রিডিম করা সম্ভব শুধুমাত্র লক-ইন মেয়াদ শেষ হলেই। এক একটি বিভিন্ন মিউচুয়াল ফান্ড এক এক রকমের মেয়াদে ফান্ড রিডিম করতে দেয়। তাই শর্তাবলী আগেই বুঝে নিতে হবে।
advertisement
advertisement
advertisement