বাড়িতে অল্প পরিমাণ জমি কিংবা বাড়ির ছাদে ফুল ফলের নার্সারীর মাধ্যমেই মাসে হাজার হাজার টাকা রোজগার করা যায়। বর্তমানে বাড়ির বারান্দা কিংবা বাড়ির সামনে ফুল ফলের গাছ লাগান না এমন একটা ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। ফলে বছরের প্রতিটি সময়ই বাজারে বিভিন্ন ফুলফলের চারা গাছের চাহিদা ভালই! ফলে বিভিন্ন গাছের নার্সারি অত্যন্ত লাভজনক। বর্তমান সময়ে অনেকেই আছেন গাছের পরিচর্যা করে থাকেন। সঠিকভাবে গাছের কলম তৈরির মাধ্যমে উপার্জনের পথ খুলে যায়।
advertisement
নন্দকুমার কোলসর এলাকার নার্সারি ব্যবসায়ী স্বপন কুমার প্রধান জানান। বর্তমান সময়ে নার্সারি অনেকটাই লাভজনক ব্যবসা। বিশেষ করে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ফুল ও ফল গাছের নার্সারি অত্যন্ত লাভজনক। বাড়ির ছাদ বা বাড়ির আশে পাশে এক টুকরো জমি থাকলে এই নার্সারির মাধ্যমে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা একজন রোজগার করতে পারবে।
শুধু তাই নয়, ঘরে নার্সারি না করেও ফুল ফলের গাছ অনলাইনে বিক্রির মাধ্যমেও টাকা রোজগার করা যায়। ফলে যারা গাছপালা পরিচর্যা করতে ভালোবাসেন, তাদের কাছে এই গাছ পালাই একটি রোজকারের মাধ্যম। বেকারত্ব ঘোচাতে নার্সারি অত্যন্ত লাভজনক।
Saikat Shee