TRENDING:

দেশের ৫০ শতাংশ সম্পত্তিই মাত্র ৯ ধনীর হাতে! দেনায় ডুবে আম-আদমি

Last Updated:

রিপোর্টে আরও বলছে, ভারতে সবচেয়ে গরিব ১০ শতাংশ মানুষ, অর্থাত্‍‌ ১৩.৬ কোটি জনতা ২০০৪ সাল থেকে বিপুল দেনায় ডুবে চলেছে প্রতি বছর৷ তাই বিশেষজ্ঞদের আশা, ওক্সফ্যাম-এর এই সমীক্ষা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ধনী-গরিবের পার্থক্য দূর করার দিশা নিয়ে আলোচনায় কাজে আসবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ধনীরা আরও ধনী হচ্ছে৷ গরিবরা...৷ চুম্বকে এটাই বর্তমানে ভারতের অর্থনীতি৷ স্বেচ্ছাসেবী সংস্থা ওক্সফ্যাম সম্প্রতি ধনী ভারতের একটি রিপোর্ট পেশ করেছে৷ যার নির্যাস, ২০১৮ সালে ভারতের কোটিপতিদের সম্পত্তির পরিমাণ প্রতিদিন ২ হাজার ২০০ কোটি টাকা বেড়েছে৷ দেশের মোট সম্পত্তির ৫০ শতাংশই এখন মাত্র ৯ জন ধনীর কাছে৷
advertisement

ভারতের সেরা ১ শতাংশ ধনীদের সম্পত্তির পরিমাণ গত এক বছরে বেড়েছে ৩৯ শতাংশ৷ আর দেশের বাকি জনতার সম্পত্তির পরিমাণ গত এক বছরে বেড়েছে মাত্র ৩ শতাংশ৷ সে ক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী, ভারতের ৯ জন ধনীর ব্যক্তির হাতে রয়েছে দেশের অর্ধেক সম্পত্তি৷

India's wealth pyramid

advertisement

বিশ্বে ২০১৮ সালে কোটিপতিদের সম্পত্তি ১২ শতাংশ বেড়েছে৷ সেখানে সবচেয়ে গরিব হিসেবে পরিচিত জনসংখ্যার সম্পত্তির পরিমাণ ১১ শতাংশ কমেছে৷ দাভোসে ৫ দিন ব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আগে ওক্সফ্যাম-এর এই রিপোর্ট ভারত তথা বিশ্ব অর্থনীতির গতিবিধি নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছে৷

রিপোর্টে আরও বলছে, ভারতে সবচেয়ে গরিব ১০ শতাংশ মানুষ, অর্থাত্‍‌ ১৩.৬ কোটি জনতা ২০০৪ সাল থেকে বিপুল দেনায় ডুবে চলেছে প্রতি বছর৷ তাই বিশেষজ্ঞদের আশা, ওক্সফ্যাম-এর এই সমীক্ষা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ধনী-গরিবের পার্থক্য দূর করার দিশা নিয়ে আলোচনায় কাজে আসবে৷ ওক্সফ্যাম বলছে, বিশ্বজুড়ে ধনী ও গরিবের এই বিপুল পার্থক্যের জেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়াচ্ছে এবং দারিদ্রের বিরুদ্ধে লড়াই, অর্থনৈতিক বৃদ্ধির অবস্থাও যে তথৈ ব চ, তারই প্রমাণ দিচ্ছে৷

advertisement

ওক্সফ্যাম ইন্টারন্যাশনাল-এর এগজিকিউটিভ ডিরেক্টর উইনি বিয়ানিয়ামার কথায়, 'যদি ভারতের ১ শতাংশ ধনী ও বাকি জনসংখ্যার মধ্যে সম্পত্তির এই হারে পার্থক্য বজায় থাকে, তা হলে এক সময় দেশটির আর্থ সামাজিক ব্যবস্থাটাই ভেঙে পড়বে৷'

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দেশের ৫০ শতাংশ সম্পত্তিই মাত্র ৯ ধনীর হাতে! দেনায় ডুবে আম-আদমি