TRENDING:

Industrial Production: করোনা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, শিল্প উৎপাদন বাড়ল ১.৩ শতাংশ

Last Updated:

Industrial Production: শুক্রবার কেন্দ্রের পরিসংখ্যান ও বাস্তবায়ণ কর্মসূচি মন্ত্রকের তরফে এই খবর জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা (Covid 19) পরিস্থিতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। তারই ইঙ্গিত পাওয়া গেল শিল্প উৎপাদনের (Industrial Production) সূচকে। ডিসেম্বরে পতন স্বত্বেও, জানুয়ারি মাসে শিল্প উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১.৩ শতাংশ। ২০২১-এর ডিসেম্বরের শিল্প উৎপাদনের এই সূচক ১০ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছে গিয়েছিল। শুক্রবার কেন্দ্রের পরিসংখ্যান ও বাস্তবায়ণ কর্মসূচি মন্ত্রকের তরফে এই খবর জানা গিয়েছে।
বর্জ্য সংগ্রহের নিয়ম
বর্জ্য সংগ্রহের নিয়ম
advertisement

শিল্পে উৎপাদন (Industrial Production) বৃদ্ধির হার মাপা হয় ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন নামে এক সূচক দিয়ে। তাতে দেখা যাচ্ছে, জানুয়ারিতে শিল্প উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১.৩ শতাংশ। যেখানে এক বছর আগে ২০২১ সালের জানুয়ারিতে এই সূচক নেমে গিয়েছিল ০.৬ শতাংশে।

উৎপাদন খাতও বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে খনির খাতের উৎপাদন ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছিল ২.৬ শতাংশে। একই সময়ে উৎপাদন খাতের উৎপাদনও ১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরে তা নেমে গিয়েছিল ০.৯ শতাংশে।

advertisement

আরও পড়ুন - Ind W vs Eng W: রিচা -ঝুলনের ব্যাটে ১০০ পার ভারতের, ফ্লপ শো ভারতীয় টপ ও মিডল অর্ডারের

অবশ্য বিদ্যুৎ উৎপাদনের গতি নিম্নমুখী হয়েছে। ডিসেম্বরে ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু জানুয়ারিতে বিদ্যুৎ উৎপাদন সেই তুলনায় কম। বেড়েছে মাত্র ০.৯ শতাংশ। তবে ২০২১-২২ অর্থবর্ষে এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে আইআইপি-র প্রবৃদ্ধি হয়েছে ১৩.৭ শতাংশ। যা ইতিবাচক বলে মনে করা হচ্ছে। কারণ অর্থবর্ষে একই সময়ের মধ্যে ১২ শতাংশ সংকোচন বা পতন হয়েছিল।

advertisement

কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধিত পেট্রোপণ্য, সার, ইস্পাত, সিমেন্ট এবং বিদ্যুৎ- এই আট শিল্প রয়েছে পরিকাঠামো ক্ষেত্রের মধ্যে। স্বাভাবিক ভাবে শিল্প উৎপাদন সূচকেও এর গুরুত্ব অনেকখানি। প্রায় ৩৮ শতাংশ। ফলে পরিকাঠামো ক্ষেত্রে এই ফলের প্রভাব আগামী দিনে দেশের শিল্প সূচকের উপরেও পড়বে বলে মনে করছেন অনেকে। কয়লা, শোধিত পেট্রোপণ্যের উৎপাদন বেড়েছে ঠিকই। কিন্তু তা-ও একেবারে ঢিমে তালে।

advertisement

আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ১৬ মার্চ, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

২০২০ সালের ভারতকে গ্রাস করে করোনা অতিমারী। সে বছরের মার্চ মাস থেকেই শিল্প উৎপাদন কমতে শুরু করে। সে বছরের অক্টোবরে উৎপাদন কমেছিল ৩.৮ শতাংশ, নভেম্বরে বাড়ে ১.৮ শতাংশ। তবে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দেশের ২৩ টি শিল্পগোষ্ঠীর মধ্যে ১৩টিরই ইতিবাচক বিকাশ হয়েছিল। সেই গতি চলতি বছরেও বজায় আছে। মন্দার ধাক্কা কিছু পরিমাণে কাটিয়ে উঠেছে শিল্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

উল্লেখ্য, এপ্রিল-জুলাইয়ে কেন্দ্রের রাজস্ব ঘাটতি পুরো বছরের বাজেটের অনুমানের মাত্র ২১.৩ শতাংশে নেমে এসেছিল। প্রধানত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ এবং কর ও কর-বহির্ভূত রাজস্ব সংগ্রহের কারনেই এটা সম্ভব হয়েছিল। করোনার প্রথম ওয়েভের অর্থবছরের একই সময়ে, ঘাটতি ছিল বার্ষিক লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Industrial Production: করোনা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, শিল্প উৎপাদন বাড়ল ১.৩ শতাংশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল