TRENDING:

শুরু হয়ে গিয়েছে Flipkart-এর ‘বিগ দিওয়ালি সেল’, জেনে নিন অফারগুলি!

Last Updated:

২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই দিওয়ালি সেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাত ১২টা থেকে Flipkart প্লাস মেম্বাররা সুবিধা পেলেও আজ, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে সবার জন্য খুলে গিয়েছে Flipkart Big Diwali Sale-এর দরজা। দিন কয়েক আগেই শেষ হয়েছে Flipkart বিগ বিলিয়ন সেল। এ বার এই ই-কমার্স সাইট হাজির হয়েছে তার দিওয়ালি সেল নিয়ে। Flipkart-এর তরফে জানানো হয়েছে, এই বিগ দিওয়ালি সেলে ল্যাপটপ, স্মার্টফোন, গৃহস্থালীর সরঞ্জাম, ইলেকট্রনিক গ্যাজেট-সহ একাধিক ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় অফার। এখানেই শেষ নয়। জিনিস কেনার ক্ষেত্রে পেমেন্ট মোডেও একাধিক ছাড় রয়েছে। রয়েছে এক্সচেঞ্জ অফারও। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement

২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই দিওয়ালি সেল। এ ক্ষেত্রেও প্লাস মেম্বাররা বাড়তি সুবিধা পেয়েছেন। Flipkart প্লাস মেম্বারদের জন্য এ দিন রাত ১২টার পর থেকে খুলে গিয়েছে দিওয়ালি সেলের দরজা। তার ১২ ঘণ্টা পর অর্থাৎ দুপুর ১২টা থেকে সবার জন্য উপলব্ধ হয়েছে Big Diwali Sale-এর অফারগুলি। এই সেলে Dhamaka Deals-এর অংশ হিসেবে মোবাইল, টিভি ও অন্যান্য সামগ্রীতে রাত ১২টা, সকাল ৮টা ও বিকেল চারটে বিশেষ অফারের কথা ঘোষণা করেছে এই ই-কমার্স সাইট। এ ছাড়াও থাকছে Rush Hour। যেখানে রাত ২টো নাগাদ কম দামে বিক্রি হবে Flipkart-এর বেশ কয়েকটি প্রডাক্ট।

advertisement

জিনিসপত্র কিনতে গিয়ে পেমেন্টে থাকছে একাধিক ডিসকাউন্ট। Flipkart জানাচ্ছে, এই সাতদিনের সেলে যে গ্রাহকদের Axis ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড রয়েছে, তাঁরা ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন। পাচ্ছেন নো EMI অপশনের সুবিধাও। এ ছাড়াও SBI, ICICI, HDFC ব্যাঙ্ক-সহ বেশ কয়েকটি ব্যাঙ্কের কার্ড যে গ্রাহকদের কাছে রয়েছে, তাঁরা নো কস্ট EMI-এর সুবিধা পাচ্ছেন। কিছু প্রডাক্ট কেনার ক্ষেত্রে এই ব্যাঙ্কগুলি ডেবিট কার্ডেও EMI দিচ্ছে। তবে এ ক্ষেত্রে সুনির্দিষ্ট শর্তাবলী ভাল করে দেখে নেওয়া প্রয়োজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

কী কী প্রডাক্টে ছাড় পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই তার তালিকা দিয়েছে Flipkart। সেই সূত্র ধরে বিগ দিওয়ালি সেলে Samsung Galaxy F41, Samsung Galaxy S20+, Samsung Galaxy A50-সহ বেশ কয়েকটি স্মার্টফোনে থাকছে একাধিক ডিসকাউন্ট। এ ছাড়াও Poco M2, Poco M2 Pro ও Poco C3 ফোনে থাকছে বিশেষ ছাড়। অন্য দিকে স্মার্টওয়াচ, হোডফোন এমনকী, ক্যামেরাতে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে। একই সঙ্গে Lenovo, Apple, Samsung-এর ট্যাবলেট ও ল্যাপটপেও থাকছে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
শুরু হয়ে গিয়েছে Flipkart-এর ‘বিগ দিওয়ালি সেল’, জেনে নিন অফারগুলি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল