এখানেই থেমে না থেকে আগামী বছরই আরও একগুচ্ছ নতুন গাড়ি বাজারে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে টাটা মোটর্স। ফলে ধরে নেওয়াই যায় সংস্থার অন্য়ান্য় জনপ্রিয় গাড়ির মডেলগুলিরও বিদ্য়ুৎচালিত ভার্সন খুব শিগগিরই বাজারে আসবে।
আরও পড়ুন: নতুন বছরে গাড়ি কেনার ইচ্ছে? ইভি-ই সবচেয়ে লাভজনক হতে চলেছে, কেন দেখে নিন!
advertisement
সম্প্রতি দিল্লির অটো এক্সপো-তে নিজেদের সিয়েরা মডেলের গাড়িটির ইলেক্ট্রিক ভার্সন প্রদর্শিত করে টাটা মোটর্স। কিন্তু গাড়ির বাজারে জোর গুঞ্জন, খুব শিগগিরই টাটা ন্য়ানো বিদ্য়ুৎচালিত গাড়ি হিসেবে প্রত্য়াবর্তন ঘটাতে পারে। ২০২০ সালের এপ্রিল মাসে বিএস ৬ দূষণ মান চালু হওয়ার পর ন্য়ানোর উৎপাদন বন্ধ করে দেয় টাটা মোটর্স। সংস্থার প্রাক্তন চেয়ারম্য়ান রতন টাটার স্বপ্নের প্রকল্প ছিল ন্য়ানো। বিশ্বের সবথেকে সস্তা গাড়ি হিসেবে ন্য়ানোকে তুলে ধরেছিল টাটারা।
আরও পড়ুন: বছর শেষে বিভিন্ন গাড়ির উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়, এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি!
মাত্র ১ লক্ষ টাকা থেকে ন্য়ানোর দাম শুরু বলে দাবি ছিল টাটাদের। তা সত্ত্বেও বিক্রির দিক থেকে সেভাবে বাজার দখল করতে পারেনি টাটাদের বহুচর্চিত এই গাড়ি। গুঞ্জন সত্য়ি হলে, ব্য়াটারিচালিত গাড়ি হিসেবে ফের প্রত্য়াবর্তন ঘটতে পারে ন্য়ানোর। এমন কি, রতন টাটা নিজেও একটি ব্য়াটারি চালিত ন্য়ানো গাড়ি ব্য়বহার করেন।
ন্য়ানোতেও টাটাদের নিজস্ব জিপট্রন হাই ভোল্টেজ প্রযুক্তি থাকতে পারে। এই প্রযুক্তির সাহায্য়ে এক বার চার্জ দিলেই ব্য়াটারি চালিত গাড়িতে সহজে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব হবে।