১৯৩২ সালে জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটার হাত ধরেই এয়ার ইন্ডিয়ার বিমান আকাশে ডানা মেলেছিল ৷ সেই সময় সংস্থার নাম ছিল টাটা এয়ারলাইন্স ৷ ১৯৪৬ সালে সংস্থার নাম পাল্টে হয় এয়ার ইন্ডিয়া ৷ তবে ভারত স্বাধীন হওয়ার পর এয়ার ইন্ডিয়া নিয়ে অনেক সমীকরণ বদলেছে ৷ ধীরে ধীরে এই বিমানসংস্থা সরকারের হাতেই চলে আসে ৷ কিন্তু তা টিকল না ৷ দীর্ঘ ৭০ বছরের অপেক্ষার পর আবার সেই টাটা গোষ্ঠীর হাতেই ফিরে এল ‘মহারাজা’ ৷
গত বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়াকে ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে টাটা গোষ্ঠীর সাবসিডিয়ারি সংস্থা টালাস প্রাইভেট লিমিটেডকে বিক্রি করে কেন্দ্রীয় সরকার।
চুক্তি অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার ইন্ডিয়া স্যাটস-এর ৫০ শতাংশ শেয়ারও টাটা গোষ্ঠীর কাছে হস্তান্তর হয়। অবশেষে বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি লেনদেনের সব কাজ সম্পূর্ণ ৷ সরকারের কাছ থেকে ফের নিজেদের হাতে এয়ার ইন্ডিয়াকে তুলে নিল টাটা গোষ্ঠী ৷