TRENDING:

Best Offer: মাত্র ৭৪ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন মারুতির এই গাড়ি...

Last Updated:

আপনার বাজেটের মধ্যে এই গাড়িতে সেরা ও লেটেস্ট ফিচার্স পেয়ে যাবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে ? দুর্দান্ত মাইলেজ এবং অত্যাধুনিক ফিচার্স-সহ সস্তায় গাড়ি কিনতে চাইলে Maruti Celerio CNG আপনার জন্য বেস্ট অপশন ৷ আপনার বাজেটের মধ্যে এই গাড়িতে সেরা ও লেটেস্ট ফিচার্স পেয়ে যাবেন ৷
advertisement

আরও পড়ুন: ১০ গুণ বেশি আয়ের জন্য শুরু করুন এই ব্যবসা, প্রফিট করবেন ৫০-৮০ শতাংশ

Celerio CNG ৫.১৪ লক্ষ থেকে ৬.৯৩ লক্ষ টাকা দামের মধ্যে পাওয়া যাবে ৷ এটা গাড়ির এক্স শো-রুমের দাম ৷ এই গাড়ি আপনি ৭৪ হাজার টাকার ডাউন পেমেন্টে কিনতে পারবেন ৷ ৫ বছরের জন্য ফিন্যান্স করলে ৯.৫ শতাংশ সুদে এর মান্থলি EMI ১৪০০০ টাকার কাছাকাছি হবে ৷ তবে এই অফার ও ব্যাঙ্ক সুদের হার হিসেবে কম বেশি হয়ে থাকে গাড়ির ইএমআই ৷

advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে আগ্রহী? সবার আগে জানতে হবে আলফা আর বিটা নিয়ে!

মাইলেজ - এই জনপ্রিয় হ্যাচব্যাকের সিএনজি ভার্সানে পেট্রোল মডেলের মতোই ডিজাইন ও ফিচার্স থাকে ৷ সংস্থার তরফে সিএনজি গাড়িতে কেবল একটি বদল করা হয়েছে ৷ সেটা হল এখানে সিএনজি ট্যাঙ্ক লাগানো হয়েছে ৷ ১.০ লিটার ডুয়াল জেট ডুয়াল VVT K-Series ইঞ্জিন থেকে পাওয়ার পাওয়া যায়, যা ৬০ লিটার ক্ষমতার CNG ট্যাঙ্কের সঙ্গে যোগ করা হয়েছে ৷ মারুতির তরফে জানানো হয়েছে Celerio CNG এর মাইলেজ ৩৫.৬০ কিলোমিটার ৷

advertisement

আরও পড়ুন: বীভৎস রীতি! প্রিয়জনদের মৃত্যু হলে কেটে নেওয়া হয় বাড়ির মহিলাদের আঙুল...

ইঞ্জিন পাওয়ার-

সেলেরিও সিএনজি 82.1 Nm টার্ক জেনারেট করে থাকে যা পেট্রোল ভার্সান থেকে পাওয়া 89 Nm থেকে সামান্য কম ৷ পাশাপাশি সিএনজি মডেলে 56 hp-র পাওয়ার পাওয়া যায় যা পেট্রোল ভার্সানে 64 hp ৷ Maruti Suzuki Celerio পেট্রোল অনলি অপশনে পাওয়া যাবে প্রতি লিটারে ২৬.৬৮ কিমি মাইলেজ ৷ সিএনজি ভেরিয়েন্টে মিলবে ৩৫.৬০ কিমি মাইলেজ ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Best Offer: মাত্র ৭৪ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন মারুতির এই গাড়ি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল