TRENDING:

Success Story: বিনিয়োগকারীদের প্রত্যাখ্যান, ঘুরে দাঁড়ান IIT খড়গপুরের প্রাক্তনী, যা করেছেন জানলে চমকে যাবেন !

Last Updated:

নতুন স্টার্ট আপ খোলার সময় এক দুটো নয় পেয়েছেন প্রায় ৭৫ টি বিনিয়োগকারীর রিজেকশন। তবে প্রথাকথিত কর্পোরেট চাকরি তাঁর ভাল লাগত না। এরপর ব্যর্থতাকে সঙ্গী করে এগিয়ে চলা। আইআইটি খড়্গপুরের এই প্রাক্তনী যা করেছেন, এখন তা সবার মুখে মুখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: সময় সব কিছু পরিবর্তন করে। পরিবর্তন করে মানসিকতার, আর্থিক রোজগারের। পরিবর্তন করে একজন মানুষকেও। কঠিন বাস্তবকে আরও সহজ করে তোলে শুধুমাত্র সময়। আইআইটি খড়গপুর থেকে স্নাতক পাশের পর কর্মজীবন শুরু সফটওয়্যার ডেভলপার হিসেবে। তবে তাঁর কর্মজীবনে এসেছে একাধিক ব্যর্থতা। নতুন স্টার্ট আপ খোলার সময় এক দুটো নয় পেয়েছেন প্রায় ৭৫ টি বিনিয়োগকারীর রিজেকশন। তবে প্রথাকথিত কর্পোরেট চাকরি তাঁর ভাল লাগত না। এরপর ব্যর্থতাকে সঙ্গী করে এগিয়ে চলা। আইআইটি খড়্গপুরের এই প্রাক্তনী যা করেছেন, এখন তা সবার মুখে মুখে।
আইআইটি খড়্গপুরের প্রাক্তনী
আইআইটি খড়্গপুরের প্রাক্তনী
advertisement

তবে ব্যর্থতা থেকেও যে শিক্ষা নেওয়া যায়, এত প্রত্যাখ্যানের পরেও ঘুরে দাঁড়ানোর সম্ভব ৷ তা প্রমান করেছে আইআইটি খড়্গপুরের প্রাক্তনী স্নাতক উত্তীর্ণ এই যুবক। বর্তমানে বেশ কয়েক হাজার কোটি টাকার ব্যবসা সারাদেশ জুড়ে।

আরও পড়ুন– ঘূর্ণাবর্তের কারণে আপাতত বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও

যানজট পরিস্থিতিতে ভরসা বাইক ট্যাক্সি। নাম র‍্যাপিডো। কলকাতা, মুম্বই এমনকী, খড়্গপুরের রাস্তায়ও র‍্যাপিডোর দাপাদাপি। কিন্তু যার মস্তিষ্কপ্রসূত, তিনি একদিনে তা তৈরি করতে পারেননি। তাঁর কর্মজীবনের শুরুতে এসেছে একাধিক ব্যর্থতা। অনেক বাধা প্রতিবন্ধকতা। তবে অবশেষে মিলেছে সাফল্য। বর্তমানে প্রায় ১০০ টি শহরে চলে র‍্যাপিডো বাইক। যা খুব দ্রুত মানুষদের পরিষেবা দেয়। শুধু তাই নয়, ২০১৫ তে শুরু হাওয়া এই বাইক ট্যাক্সি বর্তমান সময়ে ব্যবসা প্রায় ৯০০০ কোটি টাকারও বেশি। যা গর্বিত করেছে আইআইটি খড়্গপুরকে।

advertisement

তেলঙ্গানার বাসিন্দা পবন গুন্টুপল্লি, আইআইটি খড়গপুর থেকে স্নাতক পাশ করার পর স্যামসাং কোম্পানিতে সফটওয়্যার ডেভলপার হিসেবে যোগ দেন। কিন্তু কর্পোরেট চাকরি তাঁর মোটেও পছন্দের ছিল না।

আরও পড়ুন– দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন ৩৮ বছর বয়সী অভিনেত্রী, তা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা ! আপাতত কন্যার সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তারকা-দম্পতি

advertisement

তবে যখনই তিনি কোনও স্টার্টআপ শুরু করেছেন, ক’দিনের পর সেখানে ব্যর্থ হয়েছেন। একের পর এক বিনিয়োগকারীদের থেকে এসেছে প্রত্যাখ্যানের চিঠি। পবন বলেন, ‘‘কেবল কোডিং-এ সীমাবদ্ধ না থেকে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করার কথা ভেবেছিলাম। বিনিয়োগকারীরা শুধু প্রত্যাখ্যানই করেনি তাদের রুম থেকে বের করে দেন। প্রথমে বন্ধু অরবিন্দ সনকার সঙ্গে নতুন উদ্যোগ শুরু করলেও তা টেকেনি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি জানতাম কিছু একটা করতে পারব, তবে কী পারব জানতাম না।’’ এরপর জেদ নিয়ে শুরু এখন গোটা দেশের কাছে তার নাম না জানলেও তার উদ্ভাবনী ভাবনা সবার মুখে মুখে। বর্তমানে প্রায় ৯ হাজার কোটি টাকার ব্যবসা শুধু নয়, অ্যাপ ইউজারদের সংখ্যা প্রায় ৯ কোটি।

advertisement

তবে তাঁর কেন শুরু র‍্যাপিডোর ব্যবসা? একাধিক শহরে যানজটে আটকে থাকতে হয় চার চাকার গাড়িকে। কখনও গুনতে হয় প্রিমিয়াম ভাড়া। তবে ছাত্র-ছাত্রী কিংবা কর্মজীবী মানুষের কাছে বেশি প্রায়োরিটিতে থাকে বাইক। ন্যূনতম ১৫ টাকা ভাড়ায় শুরু হয় এই বাইক ট্যাক্সি পরিষেবা।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আইআইটি কর্তৃপক্ষের বক্তব্য, একাধিক ব্যর্থতা আসার পরেও সময়ের উপর ভর করে, আত্মবিশ্বাস না হারিয়ে ঘুরে দাঁড়ান সম্ভব তার প্রকৃষ্ট উদাহরণ আইআইটি স্নাতক পাশ যুবক পবন। তাঁর ভাবনা এবং ব্যর্থতার পরে সফলতা উদাহরণ গোটা দেশের কাছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: বিনিয়োগকারীদের প্রত্যাখ্যান, ঘুরে দাঁড়ান IIT খড়গপুরের প্রাক্তনী, যা করেছেন জানলে চমকে যাবেন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল