TRENDING:

Share Market: লাগাতার দ্বিতীয় দিনেও বাজারে উর্ধ্বগতি! ৫২০০০-এর স্তরের কাছাকাছি সেনসেক্স, নিফটি পেরোল ১৫৪০০-র গণ্ডি!

Last Updated:

Stock Market: বিশ্বব্যাপী বাজারের ইতিবাচক প্রবণতার কারণে বিনিয়োগকারীরা আজও কেনাকাটার উপর জোর দিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সপ্তাহের দ্বিতীয় দিনেও বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভারতীয় শেয়ার বাজারে। এই সপ্তাহে টানা দুদিনই উত্থান দেখা গিয়েছে শেয়ার বাজারে। যার ফলে সেনসেক্স এখন ৫২ হাজারের স্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। উভয় এক্সচেঞ্জে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী বাজারের ইতিবাচক প্রবণতার কারণে বিনিয়োগকারীরা আজও কেনাকাটার উপর জোর দিয়েছেন।
দ্বিতীয় দিনেও বাজারে উর্ধ্বগতি
দ্বিতীয় দিনেও বাজারে উর্ধ্বগতি
advertisement

আরও পড়ুন : ঢেলে সাজানোর উদ্যোগ, আগামী ৫ বছরে Air India- জন্য দুশোর বেশি বিমান কেনার পরিকল্পনা TATA-র!

আজ সকালে সেনসেক্স ৩০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫১৮৯৮-এর স্তরে খুলে লেনদেন শুরু করেছে। আবার নিফটি-ও ১০৬ পয়েন্ট বেড়ে ১৫৪৫৬-র স্তরে খুলে বাণিজ্য শুরু করেছে। বাজার খোলার সময় উত্থান দেখা যাওয়ার কারণে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে, ফলে জমিয়ে বিভিন্ন শেয়ারের উপর বাজিও ধরছেন তাঁরা। সকাল ৯টা ৩১ মিনিট নাগাদ দেখা যায় যে, সেনসেক্স ২৩০ পয়েন্ট বেড়ে ৫১৮২৮-এর স্তরে রয়েছে। আর ঠিক ওই সময়ে দেখা যায়, নিফটি ৭৭ পয়েন্ট বেড়ে ১৫৪২৭-এর স্তরে বাণিজ্য করছে।

advertisement

এই সব শেয়ার বিনিয়োগকারীদের দারুণ লাভ দিচ্ছে:

এদিন ব্যবসার প্রথম থেকেই হিন্দালকো ইন্ডাস্ট্রিজ (Hindalco Industries), আদানি পোর্টস (Adani Ports), টাটা মোটরস (Tata Motors), টাটা স্টিল (Tata Steel), টাইটান (Titan), এসবিআই (SBI), টেক এম (Tech M), রিলায়েন্স (Reliance), বাজাজ ট্যুইনস (Bajaj twins), এইচডিএফসি (HDFC) এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank)-এর মতো কোম্পানিগুলির শেয়ারে বাজি রাখছে বিনিয়োগকারীরা। ফলে তাদের শেয়ারগুলি শীর্ষ মুনাফাকারীর তালিকায় স্থান করে নিয়েছে।

advertisement

আবার অন্য দিকে, এইচইউএল (HUL), আল্ট্রাটেক সিমেন্ট (UltraTech Cement), এশিয়ান পেন্টস (Asian Paints) এবং মারুতি সুজুকি (Maruti Suzuki)-র মতো সংস্থার শেয়ার প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, যার ফলে এই সব শেয়ার শীর্ষ লোকসানের তালিকায় জায়গা পেয়েছে। এদিন আবার বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপেও উত্থান দেখা গিয়েছে। ফলে এটি প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

advertisement

বাজারের পরিস্থিতি সামাল দিয়েছে এই সব সেক্টর:

সেক্টর অনুযায়ী আজকের ব্যবসার বিশ্লেষণ করলে দেখা যাবে যে, মেটাল সেক্টরে সর্বোচ্চ ২ শতাংশ বৃদ্ধি হয়েছে। এ ছাড়া অটো, আইটি, ফার্মা এবং পিএসবি সেক্টরের শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, আজ অন্যান্য খাতেও উত্থান দেখা যাচ্ছে। স্যুভেন লাইফ সায়েন্সেস (Suven Life Sciences)-এর শেয়ার আজ ৫ শতাংশ বেড়েছে, যেখানে কেইসি ইন্টারন্যাশনাল (KEC International)-এর শেয়ারেও ২ শতাংশের উর্ধ্বগতি দেখা গিয়েছে।

advertisement

লাভ করেছে এশিয়ার বাজারও:

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

মঙ্গলবার সকালে এশিয়ার বেশির ভাগ শেয়ার বাজারই সবুজ সঙ্কেতে খুলে লেনদেন করছে। সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে ০.২৫ শতাংশ উর্ধ্বগতি দেখা গিয়েছে। আবার জাপানের নিক্কেই ১.৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন করছে। হংকং-এর স্টক মার্কেটে ০.৪২ শতাংশ এবং তাইওয়ানের শেয়ার বাজারে ১.০২ শতাংশ উত্থান দেখা যাচ্ছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার কোস্পি-ও ০.১০ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন করছে। তবে চিনের সাংহাই কম্পোজিটের ক্ষেত্রে ০.০৬ শতাংশ পতন দেখা গিয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market: লাগাতার দ্বিতীয় দিনেও বাজারে উর্ধ্বগতি! ৫২০০০-এর স্তরের কাছাকাছি সেনসেক্স, নিফটি পেরোল ১৫৪০০-র গণ্ডি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল