১৯০৭ সাল -
১৯০৭ সালের ব্রোকার্স প্যানিকের ঘটনা হল শেয়ার বাজারের পতনের একটি বড় ঘটনা। নাইকব্রোকার ট্রাস্ট কোম্পানির শেয়ারে হেরফের করার পর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের স্টকের দাম প্রায় ৫০ শতাংশ পতন দেখা দিয়েছিল। এই ঘটনা ঘটেছিল আর্থিক মন্দার মধ্যে এবং একটি বড় ধরনের সমস্যা ডেকে এনেছিল (Stock Market Crash)।
advertisement
আরও পড়ুন-ডিম খেলে কি কোলেস্টেরল বেড়ে যায়? জানেন কি দিনে ক'টা করে ডিম খাওয়া উচিত?
১৯২৯ সাল -
১০ বছর ধরে একটানা বাজারের সমৃদ্ধির পর ১৯৩০ দশকের শুরু খুব খারাপ ভাবে হয়েছিল। ১০ বছরের আর্থিক বৃদ্ধি রোরিং টোয়েন্টি নামে জনপ্রিয়। যখন আমেরিকার অর্থব্যবস্থা নিজেদের উচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল তখন এর গতি ধীরে ধীরে শিফট হতে থাকে এবং সমস্যার সূত্রপাত হওয়া শুরু করে। এর ফলে একটার পর একটা এমন ঘটনা ঘটতে থাকে যার ফলে ২৫ অক্টোবর ১৯২৯ সালে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজে প্রায় ১২ শতাংশ পতন হয়েছিল। একে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়ে থাকে। যা প্রায় এক দশক ধরে পুঁজিবাদী আর্থিক ব্যবস্থার কারণে বড় অংশ জুড়ে তা ছড়িয়ে যাওয়ার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য রাজনৈতিক পরিবর্তনের জন্ম দেয়।
১৯৮৭ সালের কালো সোমবার -
শেয়ার বাজারে আরেকটি ভয়ঙ্কর পতন হয়েছিল ১৯ অক্টোবর। যখন ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজে ২২ শতাংশের অধিক পতন হয়েছিল। এটি একদিনে সবথেকে বড় ধরনের পতন হিসাবে রয়ে গিয়েছে। এই ঘটনাকে বলা হয়ে থাকে কালো সোমবার বা ব্ল্যাক মনডে। কিন্তু এর পরের দিনেই আমেরিকার বাজারে বড় পরিবর্তন হয়েছিল।
আরও পড়ুন-ভাগ্য বদলাল ৫০ বছর আগে কেনা মামুলি খেলনা; বর্তমান দাম শুনলে চোখ কপালে উঠবে!
২০০৭ সালের বৈশ্বিক সঙ্কট -
২০০৭ সালের অক্টোবর মাসে বাজারে বিশাল পতন দেখা দেয়। আমেরিকার প্রায় অনেক কোম্পানির বিফলতা লক্ষ্য করা যায়। এর পরেই বাজারে বিরাট পতন লক্ষ্য করা যায়। শেয়ারের দামের ওপরেও এর প্রভাব লক্ষ্য করা যায়। শেয়ারের দামের পতন লক্ষ্য করা যায়। ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত বাজারের সেই পতন জারি ছিল। যখন আমেরিকার সূচ্যঙ্ক প্রায় ৫০ শতাংশ নীচে নেমে গিয়েছিল।
২০২০ সালের করোনাভাইরাসের সঙ্কট -
২০২০ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে পুরো বিশ্ব জুড়ে করোনাভাইরাসের জন্য শেয়ার বাজার অনেকটাই নিচে নেমে গিয়েছিল। করোনা মহামারীর ফলে শেয়ার বাজারে অনেকটাই পতন লক্ষ্য করা যায়। এর প্রভাব পড়ে পুরো বিশ্বে। কারণ করোনা প্রায় সব দেশেই নিজের জাল বিস্তার করেছিল। এর ফলে শেয়ার বাজারে নেমেছিল ধ্বস।