TRENDING:

New Business Idea: কয়েক লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন কোটিতে, সঙ্গে মিলবে সরকারের সাহায্য

Last Updated:

জেনে রাখুন মোটা টাকা আয় করার সুপারহিট একটি বিজনেস আইডিয়া রয়েছে (Superhit business plan) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একঘেঁয়ে চাকরি ছেড়ে নিজের ব্যবসা (How can I start my own business?) শুরু করার কথা অনেকেই ভেবে থাকেন ৷ কিন্তু যে কোনও ব্যবসা শুরু করতে প্রথমে কিছু টাকা ইনভেস্ট করতে হয় ৷ এবং প্রথম দিকে ব্যবসা থেকে লাভ হবেই এরকম কিছু নিশ্চিত থাকে না ৷ ফলে অনেকেই এই রিস্ক নিতে ভয় পান এবং ব্যবসা করার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন ৷ আপনিও কী ব্যবসা করবেন, না করবেন না সেই নিয়ে দোলাচলে রয়েছেন ? তাহলে জেনে রাখুন মোটা টাকা আয় করার সুপারহিট একটি বিজনেস আইডিয়া রয়েছে (Superhit business plan) ৷ অনলাইন ফুয়েল (online fuel business)অর্থাৎ ডিজেল বিক্রি করে কোটিতে আয় করতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/check-out-petrol-and-diesel-prices-on-11th-september-saturday-dc-656794.html

এর জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL), পেট্রোলিয়াম প্রসেস ইঞ্জিনিয়ারিং সার্ভিস কম্পানি (PESCO)-র মতো সংস্থা সাহায্য করবে ৷ এর পাশাপাশি সরকারেরও সাহায্য নিতে পারবেন ৷ এই বিষয়ে স্টার্টআপ সংস্থা পেপফুয়েল ডট কমের (startup Pepfuel.com) সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তাদের থেকেই বিস্তারিত জানা গিয়েছে কীভাবে ডোর টু ডোর ফুয়েল বিক্রির ব্যবসা করা যেতে পারে ৷

advertisement

পেপফুয়েল ডটকম সরকারের তরফে (https://pepfuels.com/)  মান্যতাপ্রাপ্ত একটি স্টার্টআপ ৷  এটি একটি থার্ড পার্টি এগ্রিগেটর ৷ এই অ্যাপে গ্রাহকরা অনলাইন বা মেসেজের মাধ্যমে অর্ডার দিতে পারবেন ৷ নয়ডার টিকেন্দ্র, প্রতীক ও সন্দীপ এই তিনজন মিলে এই স্টার্টআপ শুরু করেছেন ৷ ব্যবসা শুরু করার কয়েক বছরের মধ্যে সংস্থার বার্ষিক টার্নওভার প্রায় ১০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/axis-bank-changes-interest-rate-on-fixed-deposits-dc-655990.html

দেখে নিন কীভাবে শুরু করবেন ব্যবসা -

স্টার্টআপের ফাউন্ডার টিকেন্দ্র জানিয়েছেন এই বিষয়ে অনেক রিসার্চ করা হয়েছে ৷ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে এবং অনলাইনে তাদের ফিডব্যাক নেওয়া হয়েছে ৷ ফিডব্যাকে জানা যায় যে প্রত্যেক দু’জনে একজন জানিয়েছেন পেট্রোল ও ডিজেলের অনলাইন অ্যাপ থাকা উচিৎ ৷ পেট্রোল ও ডিজেলের অনলাইন ডেলিভারিতে অনেকটাই রিস্ক রয়েছে ৷ টিকেন্দ্র জানিয়েছেন, ২০১৬ পর্যন্ত দেশে পেট্রোলের অনলাইন ডেলিভারির জন্য অনুমতি ছিল না ৷ সম্প্রতি এর জন্য অনুমতি দিয়েছে সরকার ৷ বর্তমানে কেবল ডিজেল ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/be-alert-nowadays-cyber-fraudsters-are-targeting-pensioners-dc-655883.html

তেল সংস্থার তরফে মিলবে সাহায্য-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংস্থার আরেক ফাউন্ডার সন্দীপ জানিয়েছেন,‘আমরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, পেট্রোলিয়াম প্রসেস ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মতো তেল সংস্থাগুলিকে আলাদা আলাদা করে আইডিয়া পাঠিয়েছিলাম ৷ পাশাপাশি আমাদের স্টার্টআপের আইডিয়া পিএমও-তেও পাঠিয়েছিলাম ৷ কয়েকদিন পর PMO থেকে উত্তর আসে ৷ এরপর ফরিদাবাদ স্থিত ইন্ডিয়ান অয়েলের তরফে আমাদের ব্যবসার প্রোজেক্ট রিপোর্ট অর্থাৎ ডিপিআর চাওয়া হয় ৷ প্রোজেক্টের ডিপিআর পাঠানো হয় ৷ ইন্ডিয়ান অয়েলের তরফে প্রোজেক্টের জন্য অনুমতি দেওয়ার পর ব্যবসা শুরু হয় ৷’

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: কয়েক লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন কোটিতে, সঙ্গে মিলবে সরকারের সাহায্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল