TRENDING:

মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা

Last Updated:

দেখে নিন কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কম টাকা ইনভেস্ট করে ব্যবসা (Start own Business) শুরু করার পরিকল্পনা থাকলে রয়েছে দারুন একটি বিজনেস আইডিয়া (Start Small level business) ৷ মাত্র ৫০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে কোটিতে আয় (Earn Money) করতে পারবেন ৷ কম বাজেটে মোমোর ব্যবসা (Momo’s business) শুরু করে বিপুল টাকা আয় করার সুযোগ রয়েছে ৷
advertisement

বিভিন্ন ধরনের খাবারের চাহিদা সব সময়ই থাকে ৷ কিন্তু বেশি বাজেট না থাকায় অনেকেরই ব্যবসা শুরু করার ইচ্ছে থাকলে সেটা শুরু করতে পারেন না ৷ মোমোর ব্যবসা করার আরও একটি সুবিধা হল এটা মাত্র ৫০০০ টাকায় শুরু করা যাবে ৷ মোমো স্ট্রিট ফুডের মধ্যে বেশ জনপ্রিয় একটি খাবার ৷ আপনি দেশের যে কোনও শহরে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷

advertisement

দিল্লির পূজা মহাজন ২০০৪ সালে চাকরি ছেড়ে মোমোজ ট্রলি শুরু করেছিলেন ৷ ২-৩ বছর মোমোজ ট্রলি চালানোর পর লোন নিয়ে তিনি নিজে মোমোর ফ্যাক্টরি শুরু করেন ৷ প্রথমে ছোট স্কেলে ব্যবসা শুরু করলেও ভাল আয় হওয়ার পর ব্যবসা বাড়াতে শুরু করেন এবং বর্তমানে কোটিতে আয় করেন তিনি ৷ পূজা জানিয়েছেন, চাকরি ছেড়ে এই ব্যবসা শুরু করা খুব একটা সহজ ছিল না তাঁর জন্য ৷ প্রথম দিকে প্রায় অর্ডারই পেতেন না ৷ কিন্তু ধীরে ধীরে ব্যবসা জনপ্রিয় শুরু হতে থাকে এবং বর্তমানে দেশের একাধিক রেস্তোরাঁয় মোমো সাপ্লাই করেন তিনি ৷

advertisement

দেখে নিন কী করতে হবে ?

  • প্রথমে ব্যবসার জন্য একটি আকর্ষণীয় নাম রাখতে হবে ৷
  • এরপর মোমোর মেনু বানাতে হবে ৷
  • আপনার শহর অনুযায়ী কী দাম হবে সেটা সেট করতে হবে ৷
  • প্রথম দিকে কম মোমো তৈরি করবেন ৷ পরে কাস্টোমার অনুযায়ী বাড়াতে পারেন ৷ তবে কোয়ালিটির উপর বিশেষ নজর রাখতে হবে ৷
  • advertisement

  • এখন সব কিছুই ডিজিটাল হয়ে গিয়েছে ৷ Facebook, Instagram, WhatsApp এ নিজের পেজ বানিয়ে ফেলুন প্রোমোশনের জন্য ৷
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
    আরও দেখুন

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫০০০ টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল