TRENDING:

How To Earn Money: মাত্র ১ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ৮ লক্ষ টাকা!

Last Updated:

New Business Idea: এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে অনেকটা কম টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা (How to earn money)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আপনিও কী একঘেঁয়ে চাকরি করতে করতে হাঁপিয়ে উঠেছেন ৷ তাহলে এবার চাকরি ছেড়ে শুরু করতে পারেন এই ব্যবসা ৷ শশার চাষ Cucumber Farming)করে চাকরির থেকে অনেক বেশি টাকা আয় করার সুযোগ রয়েছে ৷ এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে অনেকটা কম টাকা ইনভেস্ট করে (Business at small level investment) প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা (How to earn money)৷ জেনে নিন কী করতে হবে-
advertisement

আরও পড়ুন: এই শহরগুলিতে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন কলকাতায় কত হল....

শশা চাষের জন্য ৬০ থেকে ৮০ দিন সময় লাগে ৷ এই চাষ সাধারণত গ্রীষ্মকালে হয়ে থাকে ৷ তবে বর্ষাকালেও শশার ভাল ফসল হয়ে থাকে ৷ শশা সব ধরনের মাটিতে চাষ করা যায় ৷ তবে মাটির পিএইচ ৫.৫ থেকে ৬.৮ ভাল মনে করা হয় ৷ নদী বা জলাশয়ের পাশেও শশার চাষ ভাল হয় ৷

advertisement

আরও পড়ুন: হঠাত্ করেই বাজার থেকে উধাও ২ হাজার টাকার নোট, কারণটা কী?

উত্তরপ্রদেশ বাসিন্দা দুর্গাপ্রসাদ শশার চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন বলে জানা গিয়েছে ৷ তিনি জানিয়েছেন শশা চাষ করে মাত্র ৪ মাসে ৮ লক্ষ টাকা আয় করেছেন ৷ জমিতে নেদারল্যান্ডের শশার চাষ করেছেন দুর্গাপ্রসাদ ৷ এর বিশেষত্ব হচ্ছে এই শশায় বীজ থাকে না ৷ ফলে বড় বড় হোটেল ও রেস্তোরাঁয় এর বিপুল চাহিদা রয়েছে ৷ সরকারের থেকে ১৮ লক্ষ টাকার সাবসিডি পেয়ে জমিতে সেডনেট হাউস তৈরি করেছিলেন ৷ সাবসিডি নেওয়ার পর তাঁকে মাত্র ৬ লক্ষ টাকা খরচ করতে হয়েছে ৷ এছাড়া নেদারল্যান্ড থেকে তিনি ৭২ হাজার টাকার বীজ আনিয়েছিলেন ৷ বীজ লাগানোর ৪ মাস পর প্রায় ৮ লক্ষ টাকার শশা বিক্রি করেছেন ৷

advertisement

আরও পড়ুন: বিরাট সুযোগ স্টেট ব্যাঙ্কের! এসবিআই-এ অনলাইনে রেকারিং ডিপোজিটের সহজ পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই শশার দাম অন্যান্য শশার থেকে প্রায় দ্বিগুণ ৷ দেশি শশা ২০ টাকা কিলো হিসেবে বিক্রি হলে নেদারল্যান্ড থেকে আনা বীজের শশা প্রায় ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কিলো হিসেবে বিক্রি হচ্ছে ৷ শশার চাহিদা সারা বছরই থাকে ৷ আর মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যেতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How To Earn Money: মাত্র ১ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ৮ লক্ষ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল