TRENDING:

Business Idea: কম টাকায় রেলওয়ের সঙ্গে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৮০,০০০ টাকা....

Last Updated:

New Business Idea: দেখে নিন কীভাবে করবেন আবেদন ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে IRCTC এর মাধ্যমে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন ৷ এর জন্য কোথাও যেতে হবে না ৷ এর জন্য আপনাকে কেবল টিকিট এজেন্ট (Ticket Agent) হতে হবে ৷ যে ভাবে রেলওয়ে কাউন্টারে (Railway ticket counter) ক্লার্ক টিকিট কাটে একই ভাবে যাত্রীদের টিকিট কেটে দিতে পারবেন ৷ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) রেলের একটি বিশেষ পরিষেবা ৷ এর মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে আরও একাধিক সুবিধা প্রদান করা হয় যাত্রীদের ৷
advertisement

আরও পড়ুন: এডুকেশন লোনের ক্ষেত্রে ট্যাক্স সংক্রান্ত কী কী সুবিধা পাওয়া যায়?

দেখে নিন কীভাবে করবেন আবেদন ?

প্রথমে অনলাইনে টিকিট কাটার জন্য আপনাকে IRCTC ওয়েবসাইটে গিয়ে এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে হবে ৷ এরপর আপনি একজন অথোরাইজড টিকিট বুকিং এজেন্ট (Ticket booking agent) হয়ে যাবেন ৷ এরপর আপনিও টিকিট বুকিং করতে পারবেন ৷ IRCTC টিকিট বুকিং করার জন্য এজেন্টের ভাল কমিশন দিয়ে থাকে ৷

advertisement

আরও পড়ুন: এফডি করানোর আগে চেক করে নিন বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার, লাভবান হবেন আপনি

কত টাকা মিলবে কমিশন ?

যাত্রীদের নন এসি কোচের টিকিট বুকিং করার জন্য ২০ টাকা প্রতি টিকিটে এবং এসি ক্লাসে বুকিং করার জন্য ৪০ টাকা প্রতি টিকিটে কমিশন পাওয়া যায় ৷ এছাড়া টিকিট ভাড়ার ১ শতাংশ এজেন্টকে দেওয়া হয়ে থাকে ৷ IRCTC-র এজেন্ট হওয়ায় একটা সুবিধা হচ্ছে যে টিকিট বুকিং করার কোনও লিমিট নেই ৷ মাসে আপনি যত ইচ্ছে তত টিকিট বুকিং করতে পারবেন ৷ এছাড়া ১৫ মিনিটে তৎকাল টিকিট বুকিং করার অপশনও রয়েছে ৷ একজন এজেন্ট হিসেবে ট্রেন ছাড়া অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের টিকিটও বুকিং করতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: এডুকেশন লোন নেওয়ার আগে অবশ্যই এই কয়েকটি বিষয় খতিয়ে দেখে নেবেন

৮০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মাসে টিকিট বুকিংয়ের কোনও লিমিট নেই এজেন্টদের জন্য ৷ সেই হিসেব অনুযায়ী, একজন এজেন্ট মাসে ৮০,০০০ টাকা পর্যন্ত রেগুলার ইনকাম করতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: কম টাকায় রেলওয়ের সঙ্গে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৮০,০০০ টাকা....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল