আরও পড়ুন: এডুকেশন লোনের ক্ষেত্রে ট্যাক্স সংক্রান্ত কী কী সুবিধা পাওয়া যায়?
দেখে নিন কীভাবে করবেন আবেদন ?
প্রথমে অনলাইনে টিকিট কাটার জন্য আপনাকে IRCTC ওয়েবসাইটে গিয়ে এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে হবে ৷ এরপর আপনি একজন অথোরাইজড টিকিট বুকিং এজেন্ট (Ticket booking agent) হয়ে যাবেন ৷ এরপর আপনিও টিকিট বুকিং করতে পারবেন ৷ IRCTC টিকিট বুকিং করার জন্য এজেন্টের ভাল কমিশন দিয়ে থাকে ৷
advertisement
আরও পড়ুন: এফডি করানোর আগে চেক করে নিন বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার, লাভবান হবেন আপনি
কত টাকা মিলবে কমিশন ?
যাত্রীদের নন এসি কোচের টিকিট বুকিং করার জন্য ২০ টাকা প্রতি টিকিটে এবং এসি ক্লাসে বুকিং করার জন্য ৪০ টাকা প্রতি টিকিটে কমিশন পাওয়া যায় ৷ এছাড়া টিকিট ভাড়ার ১ শতাংশ এজেন্টকে দেওয়া হয়ে থাকে ৷ IRCTC-র এজেন্ট হওয়ায় একটা সুবিধা হচ্ছে যে টিকিট বুকিং করার কোনও লিমিট নেই ৷ মাসে আপনি যত ইচ্ছে তত টিকিট বুকিং করতে পারবেন ৷ এছাড়া ১৫ মিনিটে তৎকাল টিকিট বুকিং করার অপশনও রয়েছে ৷ একজন এজেন্ট হিসেবে ট্রেন ছাড়া অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের টিকিটও বুকিং করতে পারবেন ৷
আরও পড়ুন: এডুকেশন লোন নেওয়ার আগে অবশ্যই এই কয়েকটি বিষয় খতিয়ে দেখে নেবেন
৮০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন
মাসে টিকিট বুকিংয়ের কোনও লিমিট নেই এজেন্টদের জন্য ৷ সেই হিসেব অনুযায়ী, একজন এজেন্ট মাসে ৮০,০০০ টাকা পর্যন্ত রেগুলার ইনকাম করতে পারবেন ৷