TRENDING:

New Business Idea: মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে আয় করতে পারবেন বিপুল অঙ্কের টাকা, এখুনি শুরু করতে পারেন এই ব্যবসা

Last Updated:

New Business Idea: দেখে নিন কীভাবে এই ব্যবসা শুরু করবেন আর কী কী লাগবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মাত্র ৫০০০ টাকা ইনভেস্ট করে শুরু করুন এই ব্যবসা আয় (Earn money) করবেন বিপুল লাভ ৷ এর জন্য নিতে হবে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি (Post Office Franchise)৷ বর্তমান সময়ে দেশে প্রায় ১.৫৫ লক্ষ পোস্ট অফিস রয়েছে ৷ এরপরও এরকম একাধিক জায়গা রয়েছে যেখানে পোস্ট অফিস নেই ৷ সেই কথা মাথায় রেখেই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে ৷ দেখে নিন কীভাবে ফ্র্যাঞ্চাইজি পাবেন -
advertisement

পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি থেকে আয় কমিশন হিসেবে হয়ে থাকে ৷ এর জন্য পোস্ট অফিসের পক্ষ্যে প্রোডাক্ট ও পরিষেবা দেওয়া হয়ে থাকে ৷ এই সমস্ত পরিষেবার জন্য কমিশন দেওয়া হয়ে থাকে ৷ MOU -তে আগে থেকেই কমিশন ঠিক করা থাকে ৷

আরও পড়ুন: সোনায় বিনিয়োগ করতে চান? এই পথ না নিলে কিন্তু কোনও লাভই হবে না!

advertisement

দেশে ১.৫৫ লক্ষ পোস্ট অফিস আছে ঠিকই, কিন্তু এমন অনেক জায়গাও আছে যেখানে এই পরিষেবা পাওয়া যায় না। এই  সমস্ত দিক থেকে বিচার করে ভারতীয় ডাকবিভাগ সংশ্লিষ্ট এলাকায় জনৈক ব্যক্তিকে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি খোলার অনুমোদন দেয়, যার মাধ্যমে সেই ব্যক্তি উপার্জনও করতে পারেন। এর জন্য মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করতে হয়। এই পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে স্ট্যাম্প, স্টেশনারির মতো নানা জিনিস বিক্রি করা যায়; স্পিড পোস্ট, মানি অর্ডারের মতো পরিষেবা দেওয়া যায়। আর এর প্রত্যেকটির ক্ষেত্রে পাওয়া যায় ভারতীয় ডাকবিভাগ নির্ধারিত কমিশন, লাভের টাকাটাও আসে সেখান থেকেই।

advertisement

আরও পড়ুন: আমজনতার জন্য বড় সুখবর, শীঘ্রই দেশের বাজারে কমতে পারে ময়দা ও সুজির দাম

কে নিতে পারবেন ফ্র্যাঞ্চাইজি-

>> ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ১৮ বছরের বেশি বয়স হতে হবে

>> দেশের যে কোনও নাগরিক ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন

ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণির পাস সার্টিফিকেট থাকতে হবে

>> আবেদন করার জন্য সবচেয়ে প্রথমে ফর্ম ফিলআপ করে সাবমিট করতে হবে

advertisement

>> সিলেকশন হওয়ার পর ইন্ডিয়া পোস্টের সঙ্গে MoU সাইন করতে হবে

ফ্র্যাঞ্চাইজির জন্য আপনাকে কেবল ৫০০০ টাকা খরচ করতে হবে ৷ ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পর কমিশনের মাধ্যমে আয় করতে পারবেন ৷ আপনার কাজের উপর নির্ভর করবে আপনি কত টাকা আয় করতে পারবেন ৷ https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf লিঙ্কে গিয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে হবে ৷ এখান থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে ৷

advertisement

আরও পড়ুন: কমিশন বৃদ্ধির দাবি, একাধিক রাজ্যে আজ পাম্প ধর্মঘট, কতটা প্রভাবিত হবেন গ্রাহকরা?

কত টাকা কমিশন ঠিক হয়-

>> রেজিস্টার্ড আর্টিকেলের বুকিংয়ের জন্য ৩ টাকা

>> স্পিড পোস্ট আর্টিকেলের বুকিংয়ের জন্য ৫ টাকা

>> ১০০ থেকে ২০০ টাকার মানি অর্ডারের বুকিংয়ে ৩.৫০ টাকা

>> ২০০ টাকার বেশি মানি অর্ডারে ৫ টাকা

>> প্রতি মাসে রেজিস্ট্রি ও স্পিড পোস্টে ১০০০ টাকার বেশি বুকিংয়ে ২০ শতাংশ অতিরিক্ত কমিশন

>> পোস্টেজ স্ট্যাম্প,পোস্টাল স্টেশানরি ও মানি অর্ডার ফর্ম বিক্রিতে সেল অ্যামাউন্ট ৫ শতাংশ

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

>> রেভিনিউ স্ট্যাম্প, সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফি স্ট্যাম্প বিক্রি-সহ রিটেল সার্ভিসে পোস্টাল ডিপার্টমেন্টের হওয়া আয়ের ৪০ শতাংশ

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে আয় করতে পারবেন বিপুল অঙ্কের টাকা, এখুনি শুরু করতে পারেন এই ব্যবসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল