সংশ্লিষ্ট মৎসদফতরের অফিসে যোগাযোগ করলে সবথেকে ভাল হয়। সেক্ষেত্রে সরকারি সহযোগিতা পাওয়া যেতে পারে। বর্তমানে ফিশারি চাষের মাধ্যমে চিংড়ি ও অর্থকরী মাছ চাষ করলে ভাল ফল মিলছে বলে জানিয়েছেন এক মৎস্যচাষী বাপী পাল।
আরও পড়ুন: পদ্ম ফুল চাষ করে আয়ের দিশা দেখাচ্ছেন এক নার্সারির কর্ণধার
বড় আকারে ফিশারি তৈরি করতে হলে কম করে দুটি পুকুর তৈরি করতে হবে। একটি বড় জলাশয় যেখানে মাছ চাষ হবে। দ্বিতীয়টি হবে সেকেন্ডারি জলাশয়।যাতে মাঝেমধ্যে জল বের করে দিতে হবে। আবার প্রয়োজনে জল প্রবেশ করাতে হবে। আর লাগবে জলে অতিরিক্ত অক্সিজেন প্রবেশ করানোর জন্য মেশিন।এই জিনিসটি তৈরি করতে পারলেই আপনার পড়ে থাকা জমিটি যেখান থেকে কোনোও লাভ হচ্ছিল না সেখান থেকে আসবে লক্ষ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: Mutual Fund-এ বিনিয়োগ বেড়েছে ৫ গুণ, ব্যাঙ্কে আর টাকা রাখছে না কেউ, জেনে নিন এই বৃদ্ধির কারণ
একবিঘা জমিতে চিংড়ি চাষ করলে প্রায় এক চার লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। সরকারি ভাবে মাছ, মাছের খাবার সহ আরও অন্যান্য উপদেশ দিয়ে সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে প্রাশাসনিকভাবে। তাহলে আর দেরি কিসের আপনার পড়ে থাকা জমিটিকে বানিয়ে ফেলুন ফিশারি হিসাবে। আর লাভ করুন লক্ষ লক্ষ টাকা।
নবাব মল্লিক