আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলাল এই ব্যাঙ্ক, জেনে নিন নতুন রেট....
কলার চিপস তৈরির জন্য দরকার কী কী জিনিস ?
কলার চিপস তৈরির জন্য বিভিন্ন মেশিনারির দরকার পড়ে ৷ কাঁচামাল হিসেবে দরকার পড়ে কাঁচকলার, নুন, তেল এবং অন্যান্য মশলার ৷ আরও যে যে জিনিস লাগে সেগুলি হল-
advertisement
-- কলার ধোয়ার ট্যাঙ্ক ও কলা ছাড়ানোর মেশিন
-- কলাকে পাতলা করে কাটার মেশিন
--কলার টুরো ফ্রাই করার মেশিন
-- মশলা ইত্যাদি মেশানোর মেশিন
--পাউচ প্রিন্টিং মেশিন
কোথায় কিনতে পাবেন এই মেশিন?
কলার চিপস তৈরির মেশিন https://www.indiamart.com/ বা https://india.alibaba.com/index.html থেকে কিনতে পারবেন ৷ এই মেশিন রাখার জন্য 4000 5000 sq. ft জায়গা লাগবে ৷ এই মেশিন আপনি ২৮ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ৷
আরও পড়ুন: কলকাতা-সহ বিভিন্ন শহরে আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন এখানে.....
৫০ কিলো চিপস তৈরির খরচ-
৫০ কিলো চিপস তৈরির জন্য কমপক্ষে ১২০ কিলো কাঁচকলা লাগবে ৷ ১২০ কিলো কাঁচকলার আপনাকে প্রায় ১০০০ টাকায় পেয়ে যাবেন ৷ এর সঙ্গে ১২ থেকে ১৫ লিটার তেল লাগবে ৷ ১৫ লিটার তেল ৭০ টাকার হিসেবে ১০৫০ টাকা হবে ৷ চিপস ফ্রায়ার মেশিন ১ ঘণ্টায় ১০ থেকে ১১ লিটার ব্যবহার করে থাকে ৷ ১ লিটার ডিজেল ৮০ টাকার হিসেবে ১১ লিটারের জন্য খরচা হবে ৯০০ টাকা ৷ নুন ও মশলার জন্য খুব বেশি হলে ১৫০ টাকা খরচা হবে ৷ এই হিসেবে ৫০ কিলো চিপস তৈরির জন্য ৩২০০ টাকা খরচা হবে ৷ এক কিলো চিপসের দাম প্যাকিংয়ের দাম মিলিয়ে ৭০ টাকা পড়বে, যা আপনি অনলাইনে বা দোকানে সহজেই ৯০ থেকে ১০০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে বিক্রি করতে পারবেন ৷
আরও পড়ুন: চাকরি ছেড়ে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ১ লক্ষ টাকা
১ লাখ টাকা প্রফিট আয় করতে পারবেন সহজেই
১ কিলোগ্রামে ১০ টাকা প্রফিট করলে দিনে সহজেই ৪০০০ টাকা আয় করতে পারবেন ৷ মাসে ২৫ দিন কাজ করলে মাসে ১ লাখ টাকা আয় করতে পারবেন ৷