TRENDING:

SriLankan Airlines Offer: একটা টিকিট কিনলেই আরেকটা ফ্রি ! ভারতীয় পর্যটকদের জন্য দারুণ অফার এই এয়ারলাইন্সের

Last Updated:

SriLankan Airlines Buy One Get One Free Ticket Offer: কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া ভারতীয়দের এখন স্বাগত জানাচ্ছে শ্রীলঙ্কা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলম্বো: বেশ কয়েক মাস বন্ধ থাকার পর ফের শুরু হল ভারত-শ্রীলঙ্কার (India-SriLanka Flight) মধ্যে ফ্লাইট পরিষেবা ৷ যাদের কোভিড ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, সেইসমস্ত ভারতীয়দের সে দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে শ্রীলঙ্কা ৷ যাত্রীদের শুধু প্রয়োজন কোভিড নেগেটিভ সার্টিফিকেট (PCR test report) ৷ কোভিড পরীক্ষা করাতে হবে শ্রীলঙ্কায় পৌঁছনোর সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগের মধ্যে ৷ এর পাশাপাশি শ্রীলঙ্কায় পৌঁছেও যাত্রীদের অন-অ্যারাইভাল পিসিআর টেস্ট হবে ৷ শ্রীলঙ্কার হাইকমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷
advertisement

তবে শুধু এখানেই শেষ নয় ৷ শ্রীলঙ্কান এয়ারলাইন্স (SriLankan Airlines) দিচ্ছে যাত্রীদের বিশেষ অফার ৷ Times Of India-এ প্রকাশিত খবর অনুযায়ী, সেই অফারে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকিট কিনলেই আরেকটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে (Buy One Get One Free) ! এই অফার শুধুমাত্র কলম্বোর রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিটের উপরেই ৷ অফার বৈধ থাকবে আগামী ৩১ অক্টোবর, ২০২১ পর্যন্ত ৷ তাই আর দেরি কেন, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এয়ারলাইন্সে চড়ে শ্রীলঙ্কা ঘুরে আসার এখন দারুণ সুযোগ ৷

advertisement

আরও খবর- নয়া কীর্তি CR7-র! আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার রোনাল্ডো

কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া ভারতীয়দের এখন স্বাগত জানাচ্ছে শ্রীলঙ্কা ৷ ভারতীয় পর্যটকদের জন্য আরও একটি ভালো খবর, সেটা হল কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাক্সিন (Covaxin) এবং অন্যান্য সব ভ্যাকসিন নেওয়া পর্যটকদেরও এখন সেদেশে আসার অনুমতি দিচ্ছে শ্রীলঙ্কা সরকার ৷

advertisement

শ্রীলঙ্কার ট্যুরিজম বোর্ডের চেয়ারপার্সন কিমার্লি ফার্নান্দো (Kimarli Fernando) জানিয়েছিলেন, ‘‘ আমরা আমাদের সবচেয়ে কাছে প্রতিবেশী দেশের ট্রাভেলারদের এ দেশে আবার স্বাগত জানাচ্ছি ৷ আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, ওয়াইল্ডলাইফ, বিচ এবং আরও অনেক কিছুই ভারতীয় পর্যটকদের কাছে সবসময়েই আকর্ষণের ৷ তারা এ দেশে আবার আসতে পারবেন, ট্রাভেল গাইডলাইন্সগুলি শুধু মেনে চলতে হবে ৷ ’’

advertisement

শ্রীলঙ্কা যাওয়ার ফ্লাইট

শ্রীলঙ্কান এয়ারলাইন্স (Sri Lankan Airlines) চেন্নাইতে চারটি সাপ্তাহিক ফ্লাইট, তিনটি মুম্বইতে এবং একটি বেঙ্গালুরুতে পরিষেবা দেবে ৷ শ্রীলঙ্কার হাই কমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷ এ ছাড়া কলম্বো থেকে মাদুরাই, তিরুচিরুপল্লি, তিরুঅনন্তপুরম এবং কোচিতেও সাপ্তাহিক ফ্লাইট পরিষেবা চালু করতে চলেছে শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা ৷ এছাড়া কলম্বো-দিল্লি (Colombo-New Delhi) এবং কলম্বো-হায়দরাবাদ (Colombo Hyderabad) রুটেও দুটি ফ্লাইট পরিষেবা আপাতত দেবে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৷

advertisement

আরও পড়ুন- ফের জিও-র দুর্দান্ত অফার! থাকছে কমপ্লিমেন্টারি Disney+Hotstar সাবস্ক্রিপশন-সহ আরও অনেক কিছু

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরেক প্রতিবেশী দেশ মলদ্বীপে (Maldives) ইতিমধ্যেই ছুটি কাটাতে যেতে পারছেন ভারতীয়রা ৷ এবার শ্রীলঙ্কা ভারতীয় পর্যটকদের তাদের দেশে যাওয়ার অনুমতি দেওয়ায় আরও একটি দ্বীপরাষ্ট্রে যাওয়ার দরজা খুলে গেল ভ্রমণপিপাসুদের ৷ এ ছাড়া শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান পরিষেবা এ দেশে চালু হলে, তাতে চড়েও মলদ্বীপ বা অন্য কোনও দেশে যেতে পারবেন ভারতীয় পর্যটকরা ৷ অর্থাৎ কলম্বো বিমানবন্দরকে ট্রান্সিট হিসেবেও ব্যবহার করা যাবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SriLankan Airlines Offer: একটা টিকিট কিনলেই আরেকটা ফ্রি ! ভারতীয় পর্যটকদের জন্য দারুণ অফার এই এয়ারলাইন্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল