তবে শুধু এখানেই শেষ নয় ৷ শ্রীলঙ্কান এয়ারলাইন্স (SriLankan Airlines) দিচ্ছে যাত্রীদের বিশেষ অফার ৷ Times Of India-এ প্রকাশিত খবর অনুযায়ী, সেই অফারে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকিট কিনলেই আরেকটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে (Buy One Get One Free) ! এই অফার শুধুমাত্র কলম্বোর রাউন্ড ট্রিপ ফ্লাইট টিকিটের উপরেই ৷ অফার বৈধ থাকবে আগামী ৩১ অক্টোবর, ২০২১ পর্যন্ত ৷ তাই আর দেরি কেন, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এয়ারলাইন্সে চড়ে শ্রীলঙ্কা ঘুরে আসার এখন দারুণ সুযোগ ৷
advertisement
কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া ভারতীয়দের এখন স্বাগত জানাচ্ছে শ্রীলঙ্কা ৷ ভারতীয় পর্যটকদের জন্য আরও একটি ভালো খবর, সেটা হল কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাক্সিন (Covaxin) এবং অন্যান্য সব ভ্যাকসিন নেওয়া পর্যটকদেরও এখন সেদেশে আসার অনুমতি দিচ্ছে শ্রীলঙ্কা সরকার ৷
শ্রীলঙ্কার ট্যুরিজম বোর্ডের চেয়ারপার্সন কিমার্লি ফার্নান্দো (Kimarli Fernando) জানিয়েছিলেন, ‘‘ আমরা আমাদের সবচেয়ে কাছে প্রতিবেশী দেশের ট্রাভেলারদের এ দেশে আবার স্বাগত জানাচ্ছি ৷ আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, ওয়াইল্ডলাইফ, বিচ এবং আরও অনেক কিছুই ভারতীয় পর্যটকদের কাছে সবসময়েই আকর্ষণের ৷ তারা এ দেশে আবার আসতে পারবেন, ট্রাভেল গাইডলাইন্সগুলি শুধু মেনে চলতে হবে ৷ ’’
শ্রীলঙ্কা যাওয়ার ফ্লাইট
শ্রীলঙ্কান এয়ারলাইন্স (Sri Lankan Airlines) চেন্নাইতে চারটি সাপ্তাহিক ফ্লাইট, তিনটি মুম্বইতে এবং একটি বেঙ্গালুরুতে পরিষেবা দেবে ৷ শ্রীলঙ্কার হাই কমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷ এ ছাড়া কলম্বো থেকে মাদুরাই, তিরুচিরুপল্লি, তিরুঅনন্তপুরম এবং কোচিতেও সাপ্তাহিক ফ্লাইট পরিষেবা চালু করতে চলেছে শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা ৷ এছাড়া কলম্বো-দিল্লি (Colombo-New Delhi) এবং কলম্বো-হায়দরাবাদ (Colombo Hyderabad) রুটেও দুটি ফ্লাইট পরিষেবা আপাতত দেবে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৷
আরেক প্রতিবেশী দেশ মলদ্বীপে (Maldives) ইতিমধ্যেই ছুটি কাটাতে যেতে পারছেন ভারতীয়রা ৷ এবার শ্রীলঙ্কা ভারতীয় পর্যটকদের তাদের দেশে যাওয়ার অনুমতি দেওয়ায় আরও একটি দ্বীপরাষ্ট্রে যাওয়ার দরজা খুলে গেল ভ্রমণপিপাসুদের ৷ এ ছাড়া শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান পরিষেবা এ দেশে চালু হলে, তাতে চড়েও মলদ্বীপ বা অন্য কোনও দেশে যেতে পারবেন ভারতীয় পর্যটকরা ৷ অর্থাৎ কলম্বো বিমানবন্দরকে ট্রান্সিট হিসেবেও ব্যবহার করা যাবে ৷