TRENDING:

মাছ চাষে বিপুল লাভ করছেন বিশেষভাবে সক্ষম বেকার যুবক  

Last Updated:

বেকার যুবকের এই সফল কাহিনী রাজ্যের প্রত্যন্ত গ্রামের অন্যন্য যুব সমাজকেও উৎসাহীত করছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: মাছ চাষে স্বাবলম্বী আত্মপ্রত্যয়ী পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকার বিশেষ ভাবে সক্ষম যুবক। মাছ চাষের মাধ্যমে আশার আলো খুঁজে পেয়েছেন নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের কাঞ্চননগর গ্রামের বিশেষভাবে সক্ষমবেকার যুবক আশিষ মান্না। গ্রামে তিনিই প্রথম বানিজ্যিক ভাবে হারিয়ে যাওয়া মাগুর শিঙ্গি মাছ চাষের গোড়াপত্তন করেন।
advertisement

অল্প দিনের ব্যবধানে মাছ চাষে অসামান্য সাফল্যের কারণে তিনি নামে এলাকায় পরিচিতি পান। শারীরিকভাবে অসুস্থ এই বেকার যুবক মৎস্য অফিসারের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শুরু করছে চৌবাচ্চায় মাছ চাষ ৷ তার সঙ্গে সঙ্গে বাড়ির পাশের একটি এক বিঘা আয়তনের পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে বিজ্ঞানসম্মত উপায়ে জৈব পদ্ধতিতে মাছ চাষ শুরু করছেন।

advertisement

আরও পড়ুন: এই ব্যবসায় খুলে যাবে কপাল! আপনিও হয়ে উঠতে পারেন বিপুল টাকার মালিক

মাত্র কয়েক মাসের ব্যবধানে আশিষ এখন একজন সফল মাছ চাষি। তবে মাছ চাষে আরও উদ্যোগ গ্রহনে তৎপর। কম সময়ে আর্থিক স্বাবলম্বী হতে সহায়ক হয়েছে জীওল মাছের চাষ। আশিষ সেই গ্রামে পরিত্যক্ত জমিতে নালা-পুকুর কেটে মাছ চাষ করে তাক লাগিয়েছে।

advertisement

View More

উচ্চ বাজার মূল্য, ব্যাপক চাহিদা ও অত্যান্ত লাভজনক মাগুর শিঙ্গির চাষ করেছে। নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। আশিষ ব্লক মৎস্য দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলে। ই-লার্নিং পদ্ধতিতে ব্লক মৎস্যবিভাগ থেকে প্রশিক্ষণপাচ্ছে।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে এই অ্যাকাউন্ট খুললে মিলবে বেশি লাভ ! হাতে আসবে মুঠো মুঠো টাকা

ইতিমধ্যে মৎস্য দফতরের থেকে সরকারি সহায়তায় পেয়েছে জীওল মাছ শিঙ্গি মাছের চারা। তার মাছ চাষের কারণে অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এছাড়া আশিষের দেখাদেখি ওই এলাকার অনেক বেকার যুবক ও তার বন্ধুরা মাছ চাষ করতে চান।

advertisement

ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহুর সহায়তায় তারা গঠন করেছে মৎস্য উৎপাদক গোষ্টি। বেকারত্বের অন্ধকার কাটিয়ে ছেলের এই সাফল্যে খুশি তাঁর মা। আশিষ উচ্চ মাধ্যমিক পাশ করে বেকার থাকায় দুঃচিন্তাগ্রস্ত হয়ে চাকরি পিছনে হন্যে হয়ে ছুটাছুটি করেন। তার উচ্চ ডিগ্রি না থাকার কারণে, চাকরি না পেয়ে পরে অল্প টাকা পুঁজি নিয়ে শুরু করে মাগুর-শিঙ্গি মাছ চাষ শুরু করেন। তার কঠোর পরিশ্রম ও সততার প্রতিফলন সুরভিত হয়ে বেকারত্বের অভিশাপ থেকে দ্বার খুলে স্বাবলম্বী হয়েছেন। ইচ্ছা ছিল চাকরি করবে। কিন্তু তার আগেই শুরু করেন মাছ চাষ। মাছ চাষ শুরুর পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি বছরই তার পুকুর আর আয়ের পরিমাণ বেড়েই যাচ্ছে।

advertisement

এই বিষয়ে নন্দীগ্রাম-১নম্বর ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণআধিকারিক সুমন কুমার সাহু বলেন, ‘তিনি অক্লান্ত পরিশ্রম করে খামারটি গড়ে তুলেছেন। তাঁর উৎপাদিত পোনার গুণগত মানও ভাল। আমরা তাঁকে সবসময় সহযোগিতা করি। মাছ চাষে তিনি অনেকেরই দৃষ্টান্ত হতে পারেন। এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতিরা মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারে নিঃসন্দেহে।’

বিশেষ ভাবে সক্ষমবেকার যুবক আশিষ মান্নার গল্প এখন নন্দীগ্রামের যুব সমাজের কাছে এক উৎসাহের বিষয় তারা মৎস্য উদ্যোগে খুঁজে পাচ্ছে নতুন দিশা। বিশেষ ভাবে সক্ষমবেকার যুবকের এই সফল কাহিনী রাজ্যের প্রত্যন্ত গ্রামের অন্যন্য যুব সমাজকেও উৎসাহিত করছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাছ চাষে বিপুল লাভ করছেন বিশেষভাবে সক্ষম বেকার যুবক  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল