আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নয়া রেট জারি, দেখে নিন আপনার শহরে কত হল ১ লিটারের দাম....
২২ অগাস্ট খুলবে সভারিন গোল্ড বন্ড যোজনা ২০২২-২৩-এর দ্বিতীয় সিরিজ
আরবিআই জানিয়েছে, দ্বিতীয় সিরিজের জন্য ২২ থেকে ২৬ অগাস্টের মধ্য আবেদন করা যাবে ৷ কেন্দ্রীয় ব্যাঙ্ক ভারত সরকারের তরফে এই বন্ড জারি করে থাকে ৷ এই বন্ডে ৮ বছরের জন্য বিনিয়োগ করতে হয় ৷ ৫ বছরের পর প্রিম্যাচিউর টাকা তুলে নেওয়া যেতে পারে ৷
advertisement
আরও পড়ুন: দুর্দান্ত সুখবর! একধাক্কায় ভোজ্যতেলের দামে বিরাট পতন! জেনে নিন লিটার প্রতি রেট
একটি অর্থবর্ষে সর্বোচ্চ ৪ কিলোগ্রামের গোল্ড বন্ড কেনা যেতে পারে ৷ ন্যূনতম ১ গ্রাম সোনায় বিনিয়োগ করা যেতে পারে ৷ ট্রাস্ট বা সংস্থার ক্ষেত্রে ২০ কিলোগ্রাম সোনার বন্ড কেনা যেতে পারে ৷
আরও পড়ুন: কার্ড সোয়াইপ করলেই ATM থেকে মিলছে ৫ গুণ বেশি টাকা !
অনলাইনে কিনলে প্রতি গ্রামে মিলবে ৫০ টাকা ছাড়
ডিজিটাল মাধ্যমে গোল্ড বন্ডের জন্য আবেদন করলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন বিনিয়োগকারীরা ৷ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গোল্ড বন্ডে বছরে ২.৫ শতাংশ হিসেবে সুদ দেওয়া হবে ৷