সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে এখন ৮.০ শতাংশে সুদ পাওয়া যাবে। এপ্রিল থেকে জুন পর্যন্ত সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ছোট স্কিমের পাশাপাশি, সরকার টাইম ডিপোজিট স্কিমের সুদের হারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এক বছরের আমানতের সুদের হার ৬.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২ বছরের আমানতের সুদের হার ৬.৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৯ শতাংশ করা হয়েছে। ৩ বছরের আমানতের সুদের হার ৬.৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে।
advertisement
৫ বছরের আমানতের সুদের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। পিপিএফ-এ এখনও সরকার সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। আমানতকারীরা শুধুমাত্র পুরানো হারে পিপিএফ-এ সুদ পাবেন। সরকার বর্তমানে PPF-এ ৭.১ শতাংশ হারে সুদ দিচ্ছে।
আরও পড়ুন, মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ, ঘুমের মধ্যেই মৃত্যু ৬ জনের! দিল্লিতে চাঞ্চল্যকর কাণ্ড
আরও পডুন, দূরপাল্লার ট্রেনে প্রবীণদের আপার বার্থ কেন? প্রশ্ন তুললেন সাংসদ দেব!
ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে সুদ বাড়ায় মধ্যবিত্ত শ্রেণির বিরাট লাভ হবে বলে আশা করা যাচ্ছে। প্রসঙ্গত, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট হল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি ছোট সঞ্চয় প্রকল্প। এতে ৫ বছরের জন্য টাকা জমা হয়। ৫ বছর মেয়াদ শেষ হওয়ার পর, আপনার মোট আমানত এবং মোট সুদ একত্রিত করে টাকা ফেরত দেওয়া হয়। পোস্ট অফিস বা ব্যাঙ্কে কমপক্ষে ১০০০ টাকায় NSC শংসাপত্র কেনা যায়।