TRENDING:

New Business Ideas: চাকরি গেলেও চিন্তা কী? পুঁজি ছাড়াই শুরু করা যায় এই ৬ ব্যবসা!

Last Updated:

এরকম পরিস্থিতিতে পড়লে ব্যবসা শুরু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কীসের ব্যবসা? হদিশ দেওয়া হল এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইউরোপের আকাশে মন্দার মেঘ। তার প্রভাব পড়ছে ভারতেও। অনেক কোম্পানিই কর্মী ছাঁটাই শুরু করেছে। পরিবার নিয়ে রাতারাতি পথে বসে গিয়েছেন কয়েক হাজার মানুষ। এখন কীভাবে চলবে সংসার? কোথা থেকে আসবে রুটি-রুজির খরচ? চিন্তা নেই। এরকম পরিস্থিতিতে পড়লে ব্যবসা শুরু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কীসের ব্যবসা? হদিশ দেওয়া হল এখানে।
advertisement

মেরামতি অথবা দক্ষতা ভিত্তিক পরিষেবা: নির্দিষ্ট কোনও দক্ষতা থাকলে সেটাই পুঁজি। সেই দক্ষতাকে কাজে লাগিয়েই ব্যবসা শুরু করা যায়। ধরা যাক কেউ মোবাইল ফোন বা ক্যামেরা মেরামত করতে পারেন। তাহলেই সেই দক্ষতাকেই ব্যবসায়িক রূপ দেওয়া যায়।

আরও পড়ুন: স্বস্তির লক্ষণ নেই, বাড়ল সোনা-রুপো দুইয়ের দাম, কত যাচ্ছে আজকের বাজারদর?

advertisement

অ্যাকাউন্টেন্ট: বাণিজ্যে স্নাতক? ট্যালি জানা আছে? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে হোম বেসড অ্যাকাউন্টিং পরিষেবা শুরু করা যায়। ব্যবসায়ীদের ট্যাক্সেশন, পে-রোল পরিষেবা, জালিয়াতি তদন্ত, আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদির সাহায্য করতে পারেন।

অনলাইন সার্ভে: অনেক ওয়েবসাইট অনলাইন সার্ভে পরিচালনা করে। কোনও পণ্য বা পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের চিন্তাভাবনা এবং পরামর্শ নেয়। তার বদলে অর্থপ্রদান করে। নতুন কোনও পোশাক, প্রসাধনী, ব্ল্যাঙ্কেট, ওয়াশিং লিকুইড ইত্যাদির উপর সার্ভে করতে হয়। তবে প্রচুর স্ক্যাম ওয়েবসাইট আছে। তাই এই ব্যবসায় নামার সময় সতর্ক থাকতে হবে।

advertisement

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-তে রয়েছে টাকা উপার্জনের অঢেল সুযোগ! চেষ্টা করে দেখবেন না কি?

ফ্রিল্যান্সিং: অনেক কোম্পানিই খরচ কমাতে ফ্রিলান্সার দিয়ে কাজ করায়। তাই ফুল-টাইমের বদলে ফ্রিলান্সিং করা যায়। ফ্রিলান্সার রাইটারদের চাহিদা সবসময় তুঙ্গে। অনুবাদ কাজেরও সুযোগ রয়েছে। সৃজনশীল হলে নিজের কাজ কোম্পানির কাছে বিক্রি করতে পারেন তাঁরা।

advertisement

ব্লগিং: ইন্টারনেটের দুনিয়ায় ব্লগারদের চাহিদা কোনওদিনই কমবে না। আগ্রহের বিষয় সম্পর্কে লিখে রোজগার করার এটা ভাল পন্থা। অনেকেই আজ ফুল টাইম ব্লগিংকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। তবে ব্লগার হিসেবে অর্থ উপার্জন করতে চাইলে ব্লগে প্রচুর পাঠক আনতে হবে। সে জন্য আকর্ষণীয় বিষয়বস্তু বেছে নিতে হবে যাতে পাঠকরা সেই বিষয়ে পড়তে আগ্রহ পান। ব্লগে লেখার জন্য ফ্রিলান্স লেখকদেরও নিয়োগ করা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফটোগ্রাফার: ক্যামেরা আর ছবির চোখ থাকলে ফটোগ্রাফার হিসেবে নিজেকে গড়ে তোলা যায়। শুরু করা যায় ব্যবসা। এখন লোকজন বিয়ে বা যে কোনও অনুষ্ঠানের ছবির জন্য অনেক টাকা খরচ করছে। তাই এটা লাভজনক ব্যবসা হতে পারে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: চাকরি গেলেও চিন্তা কী? পুঁজি ছাড়াই শুরু করা যায় এই ৬ ব্যবসা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল