TRENDING:

ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ভুলেও করবেন না এই ৪টি কাজ, হতে পারে বড় লোকসান

Last Updated:

ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে ক্যাশ তোলা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকে ভারতে ক্রেডিট কার্ডের বিপুল চাহিদা বেড়েছে। অজস্র রকমের ক্রেডিট কার্ডও রয়েছে বাজারে। দেশের বড় ছোট সমস্ত শহরে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা বেড়েছে ৷ কিছু টিপস ফলো ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে লাভবান হতে পারেন আপনিও ৷ কিন্তু হিসেব না করে ব্যবহার করলে ঋণের জালে আটকে যেতে পারেন ৷ ঋণের জালে নিজেকে জরাতে না চাইলে এই চারটি বিষয়ে খেয়াল রাখতে হবে ৷
advertisement

আরও পড়ুন:  এবার এফডি-তে সুদের হার বৃদ্ধি করল এই ব্যাঙ্ক

১. কেবল মিনিমাম অ্যামাউন্ট ডিউ-এর পেমেন্ট করতে হবে

কার্ডহোল্ডারদের কেবল মিনিমাম অ্যামাউন্ট ডিউ এর পেমেন্ট করলে লেট পেমেন্ট করার দরকার পড়বে না ৷ মিনিমাম অ্যামাউন্ট ডিউ ব্যবহারকারীদের আউটস্ট্যান্ডিং বিলের একটা ছোট অংশ (সাধারনত ৫ শতাংশ)হয় ৷ এর জেরে আপনার ঋণ দ্রুত গতিতে বাড়তেই থাকে কারণ ডেলি বেসিসের পেমেন্ট না করার টাকার উপর ফাইন্যান্স চার্জ দিতে হয় ৷ খেয়াল রাখতে হবে ক্রেডিট কার্ডের উপরে ফাইন্যান্স চার্জ সাধারনত ৪০ শতাংশের বেশি হয় বছরে ৷

advertisement

২. ATM থেকে ক্যাশ তোলা-

ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে ক্যাশ তোলা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে ৷ ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ তুললে ক্রেডিট পিরিয়ড পাওয়া যায় না ৷ আপনার কার্ডে যে সুদের হার লাগু রয়েছে, এটিএম থেকে টাকা তোলার দিন থেকে সেটা লাগু হয়ে যাবে ৷

আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের দাম কি আজ বাড়ল ? দেখে নিন...

advertisement

৩. পুরো ক্রেডিট লিমিট ব্যবহার করা -

ক্রেডিট কার্ডের পুরো লিমিট ব্যবহার করা এড়িয়ে চলবেন ৷ এর জেরে আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত হয়ে থাকে ৷ সাধারনত ক্রেডিট কার্ড সংস্থা ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও-র ৪০ শতাংশ বেশি হলে ঋণ হিসেবে ধরে ৷ ক্রেডিট স্কোরের উপরে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও (Credit Utilization Ratio – CUR) উপর প্রচুর প্রভাব পড়ে থাকে ৷ ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও নির্ভর করে আপনি ক্রেডিট কার্ড কতটা ব্যবহার করেন ৷

advertisement

আরও পড়ুন: বাড়ি কিনছেন ? জেনে নিন বিভিন্ন শহর ও রাজ্যের স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জ

৪. ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড অনুযায়ী প্ল্যান না করা....

ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড সাধারনত ১৮-৫৫ দিনের জন্য হয় ৷ এই সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে করা লেনদেনে কোনও চার্জ লাগবে না যদি সময়ের মধ্যে বকেয়া টাকা দিয়ে দেন ৷ বেশি লাভের জন্য ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড অনুযায়ী, নিজের কেনাকাটার প্ল্যানিং করতে হবে ৷ বিলিং সাইকেলের প্রথমে বড় কেনাকাটি করলে পেমেন্টের জন্য বেশি ইন্টারেস্ট ফ্রি দিন হাতে পাবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ভুলেও করবেন না এই ৪টি কাজ, হতে পারে বড় লোকসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল