TRENDING:

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে জমা করা যাবে আয়ের ডিটেল, জানুন বিশদে!

Last Updated:

ইনকাম ট্যাক্স বিভাগ (Income Tax Department) ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য লঞ্চ করেছে নতুন এই সুবিধা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইনকাম ট্যাক্স রিটার্ন (Income Tax Return) ফাইল করার জন্য নিয়ে আসা হল বিশেষ সুবিধা। বিশেষ এই সুবিধাটি হল অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট (Annual Information Statement)। এখন থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে এই অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে নিজেদের আয়ের ডিটেলস জমা করা যাবে। এর মাধ্যমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নোটিশের থেকে বাঁচা সম্ভব। যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের উপকারের জন্য আনা হয়েছে নতুন এই সুবিধা। ইনকাম ট্যাক্স বিভাগ (Income Tax Department) ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য লঞ্চ করেছে নতুন এই সুবিধা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট।
advertisement

আরও পড়ুন: ১৮ বছর বয়স হওয়ার আগেই বানিয়ে ফেলতে পারবেন প্যান কার্ড! দেখে নিন কীভাবে....

যারা ইনকাম ট্যাক্স জমা দেয়, তারা অনেক দিন ধরেই অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টের অপেক্ষায় ছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ২০২১ সালের বাজেট ভাষণে জানিয়েছিলেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার পদ্ধতি সহজ ও সরল করার কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে সরকারের উদ্দেশ্য হল সকলকে ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য উৎসাহিত করা। সকলেই যেন সহজেই ইনকাম ট্যাক্স জমা দিতে পারে, তার জন্য সহজ ও সরল প্রক্রিয়ার ব্যবহার শুরু করা হবে। এখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার প্রক্রিয়া আরও সহজ করার জন্য লঞ্চ করা হল অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট।

advertisement

আরও পড়ুন:  ফের কী বাড়ল? দেখে নিন আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম....

ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া ব্যাক্তিরা এত দিন ধরে বিভিন্ন ধরনের শেয়ার, মিউচুয়াল ফান্ড বিক্রির লাভের টাকা, ডিভিডেন্ড ফান্ডের লাভের টাকা, ফিক্সড ডিপোজিটের লাভের টাকা এবং রেকারিং ডিপোজিটের লাভের টাকার মতো ট্যাক্স যুক্ত আয় ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে জমা করতে ভুলে যেত। এর ফলে ইনকাম ট্যাক্স বিভাগ বিভিন্ন ব্যাক্তিকে পাঠিয়েছে নোটিশ। এই সমস্যার সমাধানের জন্য নিয়ে আসা হয়েছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। এখন থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া ব্যাক্তিরা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে তাদের শেয়ার ট্রানজাকশন, ডিভিডেন্ড ট্রানজাকশন, মিউচুয়াল ফান্ড ট্রানজাকশনের মতো অতিরিক্ত আয়ের উৎসের সকল তথ্য স্টোর করে রাখতে পারবে।

advertisement

আরও পড়ুন:  ফের কী বাড়ল? দেখে নিন আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম....

এক নজরে দেখে নেওয়া যাক অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট ডাউনলোড করার উপায়-

স্টেপ ১ - প্রথমেই ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করতে হবে।

স্টেপ ২ - এর পর মেনু (Menu) অপশন থেকে সার্ভিস (Service) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে ক্লিক করতে হবে।

advertisement

স্টেপ ৩ - এর পর প্রসিড (Proceed) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ - এর পর খুলবে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টের হোমপেজ।

স্টেপ ৫ - সেখানে দেওয়া সকল নির্দেশ ভালো করে পরে নিতে হবে।

স্টেপ ৬ - এর পর ইন্সট্রাকশন (Instructions) এবং অ্যাকটিভিটি হিস্টরির (Activity History) মধ্যে থাকা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে ক্লিক করতে হবে।

advertisement

স্টেপ ৭ - এর পর ডাউনলোড করার জন্য দু'টি অপশন দেখা যাবে। ট্যাক্সপেয়ারস ইনফরমেশন সিস্টেম (TIS) এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট (AIS)।

স্টেপ ৮ - এর পর অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে ক্লিক করে সেটি ডাউনলোড করতে হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে জমা করা যাবে আয়ের ডিটেল, জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল