TRENDING:

Union Budget 2023: নির্মলার বাজেটের দিকে তাকিয়ে চাঙ্গা শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স- নিফটি

Last Updated:

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এটিই নরেন্দ্র মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ সেই কারণেই এবারের বাজেট আরও তাৎপর্যপূর্ণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করার আগেই চাঙ্গা শেয়ার বাজার৷ আজ সকালে বাজার খোলা থেকেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি-র সূচক৷ গতকাল বাজার যে জায়গায় বন্ধ হয়েছিল, সেই তুলনায় ৪৪৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে খোলে সেনসেক্স৷ সূচক পৌঁছে যায় ৫৯,৯৯৩ পয়েন্টে৷ অন্যদিকে নিফটি-র সূচকও বৃদ্ধি পেয়ে ১৭,৮০০ পয়েন্টে পৌঁছে যায়৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এটিই নরেন্দ্র মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ সেই কারণেই এবারের বাজেট আরও তাৎপর্যপূর্ণ৷

এ দিন বাজার খোলার পর দেখা যায়, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইউপিএল, ব্রিটানিয়া, হিন্ডালকো, ডিভিস ল্যাবস, জেএসডব্লিউ স্টিল, টাটা কনজিউমার প্রোডাক্টস- এর শেয়ারের দর সবথেকে বেশি বেড়েছে৷

আরও পড়ুন: সংসদে বাজেট পেশ নির্মলা সীতারণের, হেঁশেল থেকে বাজার, মিলবে কতটা স্বস্তি ?

advertisement

অন্যদিকে আদানি এন্টারপ্রাইজ, বিপিসিএল, কোল ইন্ডিয়া, আইটিসি, সিপলা, সান ফার্মার শেয়ার দর ছিল পড়তির দিকে৷

বাজেটের দিকে তাকিয়েই যে শেয়ার বাজার চাঙ্গা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না৷ তৃতীয় বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট জনমুখী হবে, এমনই প্রত্যাশা সব মহলের৷ আর সেই আশাতেই সম্ভবত তেজি শেয়ার বাজার৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: নির্মলার বাজেটের দিকে তাকিয়ে চাঙ্গা শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স- নিফটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল