TRENDING:

সোনা কিনলে মিলছে ডিসকাউন্ট ? জেনে নিন কোথায়....

Last Updated:

বিনিয়োগকারীদের কাছে সাবস্ক্রিপশন কেনার সময় আজ অর্থাৎ সোমার (১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের) পর্যন্ত রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোমবার থেকে Sovereign Gold Bond-এর সাবস্ক্রিপশন খুলে যাচ্ছে ৷ কেন্দ্র সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্ক এবার গোল্ড সাবস্ক্রিপশনের টাকা ৫০৫১ টাকা প্রতি ১০ গ্রামে ঠিক করেছে ৷ অনলাইন আবেদন করলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় মিলবে ৷ অনলাইন আবেদনকারীদের ক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য হবে ৫০০১ টাকা ৷ এটা ২০২০-২১ আর্থিক বছরের সপ্তম সিরিজ (Sovereign Gold Bond Scheme 2020-21-Series VII) ৷ বিনিয়োগকারীদের কাছে সাবস্ক্রিপশন কেনার সময় আজ অর্থাৎ সোমার (১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের)  পর্যন্ত রয়েছে ৷
advertisement

গোল্ড বন্ডের ম্যাচিউরিটি পিরিয়ড ৮ বছরের হয়ে থাকে ৷ ইনভেস্টের ৫ বছর পর এটা তুলে নেওয়া যেতে পারে ৷ ম্যাচিউরিটির সময় সোনার তৎকালীন দামের উপর মূল্য ঠিক করা হয় ৷ আপনিও এখানে ইনভেস্ট করতে চাইলে আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন ৷

১. অগাস্ট মাসে সোনার দাম এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছিল ৷ এরপর সোনার দাম পড়তে থাকে ৷ এই গোল্ড বন্ডের ইস্যু এমন সময় আসছে যখন সোনার দাম পড়ছে ৷ বর্তমানে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৫৬,২০০ টাকা ৷

advertisement

২. আরবিআই গোল্ড বন্ডে সোনার দাম IBJA এর মাধ্যমে পাবলিশ করা ক্লোজিং প্রাইসের উপর নির্ভর করে ঠিক করেছে ৷ এটা ৯৯৯ শুদ্ধতার সোনার জন্য ৷

৩. এই বন্ডটি কেন্দ্র সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্ক জারি করে থাকে ৷

৪. এই স্কিমটি নভেম্বর ২০১৫ সালে লঞ্চ করা হয়েছিল ৷ দেশে ফিজিক্যাল গোল্ডের চাহিদা কম করা এবং এর মাধ্যমে সাধারণ মানুষের সেভিংসে সাহায্য করার জন্য এই স্কিম নিয়ে আসা হয়েছিল ৷

advertisement

৫. এই স্কিমে ন্যূনতম ১ গ্রাম সোনাতে ইনভেস্ট করতে হবে ৷

৬. গোল্ড বন্ডে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্গ, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, পোস্ট অফিস, NSE ও BSE এর মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন ৷

৭. ম্যাচিউরিটিতে একাধিক লাভ পাওয়া যাবে এই স্কিমে ৷

৮. গোল্ড বন্ডে বার্ষিক ২.৫০ শতাংশ হিসেবে সুদ পাওয়া যায় ৷

advertisement

৯. এখানে ইনভেস্ট করার ভাল জিনিস হল স্টোরেজের চিন্তা করতে হবে না ৷ ডিম্যাটে রাখলে জিএসটিও দিতে হয় না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১০. গোল্ড বন্ডের ম্যাচিউরিটিতে ক্যাপিটল গেন হলে ট্যাক্স ছাড় মিলবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সোনা কিনলে মিলছে ডিসকাউন্ট ? জেনে নিন কোথায়....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল