ভারতীয় পোস্ট এই প্রকল্প পরিচালনা করে যেখানে সরকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রিটার্নের নিশ্চয়তা প্রদান করে। ৬০ বছর বা তার বেশি বয়সী যে কোনও ব্যক্তি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। এই প্রকল্পে বার্ষিক ১ হাজার টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল হল ৫ বছর।
advertisement
আরও পড়ুন: দীপাবলিতে গ্রাহকদের জন্য বড় উপহার! সস্তা হল পেট্রোল-ডিজেল
সুদের হার এফডি-এর চেয়ে বেশি
বেশিরভাগ প্রবীণ নাগরিকরা নিরাপত্তার কথা বিবেচনা করে ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করে থাকেন। তবে সিনিয়র সিটিজেন স্কিমে এফডি-র তুলনায় বেশি সুদ পাওয়া যাবে। এই স্কিম সবসময় মুদ্রাস্ফীতির তুলনায় বেশি রিটার্ন প্রদান করে। বর্তমানে খুচরো মুদ্রাস্ফীতি ৭ শতাংশ হওয়ায় এই স্কিমে ৭.৪ শতাংশ সুদ প্রদান করে হয়।
আরও পড়ুন: দীপাবলিতে পাওয়া ‘উপহার’-এর উপরেও কিন্তু গুনতে হয় কর! এটা কি আদৌ সত্যি?
৫ বছরের লক-ইন পিরিয়ড
এই স্কিমে বিনিয়োগ করলে টাকা ৫ বছরের জন্য লক হয়ে যাবে। অর্থাৎ, ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে বিনিয়োগকারী অর্থ তুলতে পারবেন বা। যদি কোনও ব্যক্তি আজ এই স্কিমে বিনিয়োগ করেন তবে আগামী ৫ বছরের জন্য ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। যদি কোনও বিনিয়োগকারী ১৫ লক্ষ টাকা লগ্নি করে থাকেন তবে তিনি বার্ষিক ১.১১ লক্ষ টাকা সুদ পাবেন। তবে সুদ গ্রাহক প্রতি ত্রৈমাসিকে পাবেন অর্থাৎ প্রত্যেক ৩ মাস পর পর গ্রাহক ২৭,৭৫০ টাকা পাবেন।
স্বামী-স্ত্রী একসঙ্গে দ্বিগুণ বিনিয়োগ করতে পারেন
স্বামী-স্ত্রী একসঙ্গে দ্বিগুণ বিনিয়োগ করলে দ্বিগুণ রিটার্ন মুনাফা পাওয়া যাবে। স্বামী ও স্ত্রী মিলে যদি ১৫ লক্ষ টাকা করে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে বার্ষিক ২.২ লক্ষ টাকা সুদ পাবেন। ওই দম্পতি প্রত্যেক ৩ মাসে ৫৫,৫০০ টাকা সুদ হিসেবে পাবেন।
কর ছাড়ের সুবিধা
ভারতীয় আয়কর আইন ৮০সি-এর অধীনে বিনিয়োগ করে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন বিনিয়োগকারী।