Petrol Diesel Prices : দীপাবলিতে গ্রাহকদের জন্য বড় উপহার! সস্তা হল পেট্রোল-ডিজেল, দেখে নিন আপনার শহরে কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
যে যে শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম-
সরকারি তেল সংস্থাগুলি সোমবার সকালে দীপাবলির দিন গ্রাহকদের জন্য নিয়ে এল বড় সুখবর ৷ এদিন বেশ কিছু শহরে সস্তা হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ তার মধ্যে এদিন পেট্রোল ও ডিজেলের দাম কম করা হয়েছে ৷ তবে দিল্লি, মুম্বই-সহ চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷
advertisement
উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোলের দাম ৩১ পয়সা কমে গিয়ে ৯৬.৬৯ টাকা এবং ডিজেল ২৮ পয়সা কমে ৮৯.৮৬ টাকা হয়েছে ৷ গাজিয়াবাদে পেট্রোল ৩৫ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.২৩ টাকা এবং ডিজেল ৩৩ পয়সা কমে লিটার প্রতি ৮৯.৪২ টাকা হয়েছে ৷ উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে পেট্রোলের দাম ০.০৮ পয়সা কমে ৯৬.৩৬ টাকা এবং ডিজেল ০.০৮ পয়সা কমে ৮৯.৫৬ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement