ডাক পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষদের আগ্রহী করে তুলতে ডাক টিকিটে আনা হল মাই স্ট্যাম্প। এই মাই স্টাম্পে যে কোনও ব্যক্তির তাদের ইচ্ছেমত ছবি দিয়ে তৈরি করতে পারবেন ডাকটিকিট। শুধুই শখ বা ফ্রেমে বাঁধিয়ে সাজিয়ে রাখার জন্য নয়। এই মাই স্ট্যাম্প ডাক টিকিট ব্যবহার করে চিঠির খামের ওপর লাগিয়ে পাঠান যাবে দেশের বিভিন্ন প্রান্তে।
advertisement
কেন্দ্র সরকারের পোস্টাল বিভাগের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন “দেশের সমস্ত রকম ব্যবস্থাকে বিকেন্দ্রীক করেছেন দেশের প্রধানমন্ত্রী। আগে বিভিন্ন রকম বিশেষ ব্যক্তিদের ছবি থাকত ডাক টিকিটে। এখন এই ব্যবস্থা হওয়ার পর সকলে নিজের ছবি দিয়ে সমানভাবে অধিকার ভোগ করতে পারছেন।”
আরও পড়ুন: পিপিএফ থেকে অন্যের চেয়ে বেশি সুদ পাবেন কী করে ? জেনে নিন ঠিক কী করতে হবে
মালদহ হেড পোস্ট অফিসের সুপারিনটেনডেন্ট উৎপল কুমার রায় জানান, “দীর্ঘদিন ধরে রয়েছে এই মাই স্ট্যাম্প ব্যবস্থাটি। যেকোনো ব্যক্তি নিজের ইচ্ছেমতো ডাক টিকিটের পাশে সাদা জায়গাটিতে ছবি দিয়ে সেই ডাক টিকেট কে চিঠির ওপর খামে লাগিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারবেন।”
আরও পড়ুন: সোনা নিয়ে নতুন খেলা শুরু, জেনে নিন বাজারদরে ঠিক কী ঘটতে চলেছে
নিজের পছন্দমত যেকোনরকম পাসপোর্ট সাইজ ছবিকে কাস্টমাইজ করেই তৈরি করা যাবে মাই স্ট্যাম্প যার মূল্য ৫ টাকা। তবে এই মাই স্ট্যাম্প টি কেনার ক্ষেত্রে ১২ টির দাম হচ্ছে ৩০০ টাকা। আবেদন পত্রের মাধ্যমে মালদহ জেলার হেড পোস্ট অফিস বা জেলার নিকটতম সাব পোস্ট অফিসের কাউন্টারে গিয়ে এই মাই স্ট্যাম্পের জন্য আবেদন করতে পারবেন সকলে।
জিএম মোমিন।