TRENDING:

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮.১৫ শতাংশ পর্যন্ত সুদ? এই ৩ ব্যাঙ্কে ভেবে দেখুন টাকা রাখবেন না কি!

Last Updated:

Fixed Deposit: আর এসব ক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Bank Fixed Deposit) বা ব্যাঙ্ক এফডি (Bank FD) দারুণ একটি বিনিয়োগের মাধ্যম হিসেবে গণ্য হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (RBI) রেপো রেট বাড়িয়েছে। ফলে ভারতে জুন মাসে ৭.০১ শতাংশ খুচরো মুদ্রাস্ফীতি কিছুটা হলেও থিতিয়ে গিয়েছে। তবে তা এখনও পর্যন্ত কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্কের উচ্চ সহনশীলতার সীমার উপরের পর্যায়েই রয়ে গিয়েছে। চলতি মাসের গোড়ার দিকে আরবিআই-এর তরফে প্রকাশিত একটি বুলেটিনে বলা হয়েছিল যে, ভারতে মুদ্রাস্ফীতি শীর্ষে পৌঁছতে পারে। কিন্তু এই ভবিষ্যদ্বাণী আবার প্রিম্যাচিওর-ও হতে পারে। এই রকম টালমাটাল পরিস্থিতি এবং কয়েক মাস ধরে চলা বাজারের অস্থির অবস্থার কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগের ঝুঁকিহীন এবং নিরাপদ কোনও মাধ্যম খুঁজছেন। আর সেই মাধ্যম যাতে তাঁদের মোটা টাকা রিটার্ন দিতে পারে, সেই দিকটাও দেখছেন তাঁরা।
advertisement

আর এসব ক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Bank Fixed Deposit) বা ব্যাঙ্ক এফডি (Bank FD) দারুণ একটি বিনিয়োগের মাধ্যম হিসেবে গণ্য হয়। কারণ অর্থ সঞ্চয়ের পাশাপাশি দারুণ সুদ তো পাওয়া যায়ই, সেই সঙ্গে এটা বেশ নিরাপদও বটে। কিন্তু কখনও কখনও ব্যাঙ্ক এফডি স্বল্প হারে সুদ দিয়ে থাকে। সেটা অবশ্য একটা সমস্যার দিক। জুলাইয়ে কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই (CPI) ৭.০১ শতাংশ ছিল। ফলে কিছু ঐতিহ্যবাহী ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ২ থেকে ৬ শতাংশ হারে সুদ দিয়েছে। আর বহু বিনিয়োগকারীর কাছেই এই সুদের হার সে-রকম ফলদায়ী বলে মনে হয়নি।

advertisement

আরও পড়ুন : কাতারে কাতারে মানুষ! ধর্মতলায় উপচে পড়া ভিড়! কোন রাস্তা ওয়ান ওয়ে? কোথায় যানজটের সম্ভাবনা, জানুন

আরও পড়ুন : 'ফাইলটা বের করব...' একুশের মঞ্চ থেকে কাদের নিশানা করলেন মমতা! বললেন, 'বদলা চাই না'

আসলে এই হারের সুদের মাধ্যমে মুদ্রাস্ফীতির প্রভাবকে কাটানো যায়নি। কিন্তু সূর্য্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank), জন স্মল ফিনান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank) এবং উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank)-সহ কিছু ছোট ফিনান্স ব্যাঙ্ক দারুণ হারে সুদ দিচ্ছে। শুধু তা-ই নয়, এই সব ব্যাঙ্কের দেওয়া সুদের হারের মাধ্যমে মুদ্রাস্ফীতির প্রভাব কাটাতে পারবেন বিনিয়োগকারীরা। আর এই নিয়ম প্রযোজ্য রয়েছে ২ কোটির কম আমানতের উপরে। দেখে নেওয়া যাক, এই তিনটি স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার।

advertisement

সূর্য্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট:

৭ দিন থেকে ১৪ দিন: জন সাধারণের জন্য - ৩.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৭৫ শতাংশ

১৫ দিন থেকে ৪৫ দিন: জন সাধারণের জন্য - ৩.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৭৫ শতাংশ

৪৬ দিন থেকে ৯০ দিন: জন সাধারণের জন্য - ৪.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৪.৭৫ শতাংশ

advertisement

৯১ দিন থেকে ৬ মাস: জন সাধারণের জন্য - ৪.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.২৫ শতাংশ

৬ মাসের অধিক সময় থেকে ৯ মাস: জন সাধারণের জন্য - ৫.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.৭৫ শতাংশ

৯ মাসের অধিক সময় থেকে ১ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৫.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.২৫ শতাংশ

advertisement

১ বছর থেকে ১ বছর ৬ মাস: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.০০ শতাংশ

১ বছর ৬ মাসের অধিক সময় থেকে ২ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.০০ শতাংশ

২ বছরের অধিক সময় থেকে ৯৯৮ দিন: জন সাধারণের জন্য - ৭.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৫০ শতাংশ

৯৯৯ দিন: জন সাধারণের জন্য - ৭.৪৯ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৯৯ শতাংশ

১০০০ দিন থেকে ৩ বছর পর্যন্ত সময়: জন সাধারণের জন্য - ৭.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৮০ শতাংশ

৩ বছরের অধিক সময় থেকে ৫ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.০০ শতাংশ

৫ বছর: জন সাধারণের জন্য - ৬.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.২৫ শতাংশ

৫ বছর এবং তার অধিক ১০ বছর পর্যন্ত সময়: জন সাধারণের জন্য - ৬.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৫০ শতাংশ

জন স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সুদের হার:

৭ দিন থেকে ১৪ দিন: জন সাধারণের জন্য - ২.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৩০ শতাংশ

১৫ দিন থেকে ৬০ দিন: জন সাধারণের জন্য - ৩.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৮০ শতাংশ

৬১ দিন থেকে ৯০ দিন: জন সাধারণের জন্য - ৩.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৪.৫৫ শতাংশ

৯১ দিন থেকে ১৮০ দিন: জন সাধারণের জন্য - ৪.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.৩০ শতাংশ

১৮১ দিন থেকে ৩৬৪ দিন: জন সাধারণের জন্য - ৫.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৩০ শতাংশ

১ বছর (৩৬৫ দিন): জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৩০ শতাংশ

১ বছর এবং ২ বছরের অধিক সময়: জন সাধারণের জন্য - ৭.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৮০ শতাংশ

২ বছর এবং ৩ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৮.০৫ শতাংশ

৩ বছর এবং ৫ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৮.০৫ শতাংশ

৫ বছর (১৮২৫ দিন): জন সাধারণের জন্য - ৭.৩৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৮.১৫ শতাংশ

৫ বছর এবং ১০ বছরের অধিক সময়: জন সাধারণের জন্য - ৬.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৮০ শতাংশ

উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার:

৭ দিন থেকে ২৯ দিন: জন সাধারণের জন্য - ২.৯০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৪০ শতাংশ

৩০ দিন থেকে ৮৯ দিন: জন সাধারণের জন্য - ৩.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৪.০০ শতাংশ

৯০ দিন থেকে ১৭৯ দিন: জন সাধারণের জন্য - ৪.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৪.৭৫ শতাংশ

৬ মাস: জন সাধারণের জন্য - ৫.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.৫০ শতাংশ

৬ মাস এবং তার বেশি সময় থেকে ৯ মাসের কম সময়: জন সাধারণের জন্য - ৪.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.২৫ শতাংশ

৯ মাস: জন সাধারণের জন্য - ৫.০৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.৫৫ শতাংশ

৯ মাস এবং তার বেশি সময় থেকে ১ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৩০ শতাংশ

১ বছর: জন সাধারণের জন্য - ৬.৭০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.২০ শতাংশ

১২ মাস এবং ১ দিন থেকে ১৫ মাস: জন সাধারণের জন্য - ৬.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৫০ শতাংশ

১৫ মাস এবং ১ দিন থেকে ১৮ মাস: জন সাধারণের জন্য - ৭.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৫০ শতাংশ

১৮ মাস এবং ১ দিন থেকে ২৪ মাসের কম সময়: জন সাধারণের জন্য - ৬.৬০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.১০ শতাংশ

২৪ মাস: জন সাধারণের জন্য - ৭.১০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৬০ শতাংশ

৯৯০ দিন: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.০০ শতাংশ

৯৯১ দিন থেকে ৩৬ মাস: জন সাধারণের জন্য - ৭.২০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৭০ শতাংশ

৩৬ মাস এবং ১ দিন থেকে ৪২ মাস: জন সাধারণের জন্য - ৬.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৭৫ শতাংশ

৪২ মাস এবং ১ দিন থেকে ৬০ মাস: জন সাধারণের জন্য - ৭.২০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৭০ শতাংশ

৬০ মাস এবং ১ দিন থেকে ১২০ মাস: জন সাধারণের জন্য - ৬.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৫০ শতাংশ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে বিনিয়োগের আগে দরকারে ব্যাঙ্কে গিয়ে একবার সরাসরি কথা বলে নেওয়া এবং বাকি বিষয় খুঁটিয়ে জেনে নেওয়া জরুরি!

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮.১৫ শতাংশ পর্যন্ত সুদ? এই ৩ ব্যাঙ্কে ভেবে দেখুন টাকা রাখবেন না কি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল