আর এসব ক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Bank Fixed Deposit) বা ব্যাঙ্ক এফডি (Bank FD) দারুণ একটি বিনিয়োগের মাধ্যম হিসেবে গণ্য হয়। কারণ অর্থ সঞ্চয়ের পাশাপাশি দারুণ সুদ তো পাওয়া যায়ই, সেই সঙ্গে এটা বেশ নিরাপদও বটে। কিন্তু কখনও কখনও ব্যাঙ্ক এফডি স্বল্প হারে সুদ দিয়ে থাকে। সেটা অবশ্য একটা সমস্যার দিক। জুলাইয়ে কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই (CPI) ৭.০১ শতাংশ ছিল। ফলে কিছু ঐতিহ্যবাহী ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ২ থেকে ৬ শতাংশ হারে সুদ দিয়েছে। আর বহু বিনিয়োগকারীর কাছেই এই সুদের হার সে-রকম ফলদায়ী বলে মনে হয়নি।
advertisement
আরও পড়ুন : 'ফাইলটা বের করব...' একুশের মঞ্চ থেকে কাদের নিশানা করলেন মমতা! বললেন, 'বদলা চাই না'
আসলে এই হারের সুদের মাধ্যমে মুদ্রাস্ফীতির প্রভাবকে কাটানো যায়নি। কিন্তু সূর্য্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank), জন স্মল ফিনান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank) এবং উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank)-সহ কিছু ছোট ফিনান্স ব্যাঙ্ক দারুণ হারে সুদ দিচ্ছে। শুধু তা-ই নয়, এই সব ব্যাঙ্কের দেওয়া সুদের হারের মাধ্যমে মুদ্রাস্ফীতির প্রভাব কাটাতে পারবেন বিনিয়োগকারীরা। আর এই নিয়ম প্রযোজ্য রয়েছে ২ কোটির কম আমানতের উপরে। দেখে নেওয়া যাক, এই তিনটি স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার।
সূর্য্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট:
৭ দিন থেকে ১৪ দিন: জন সাধারণের জন্য - ৩.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৭৫ শতাংশ
১৫ দিন থেকে ৪৫ দিন: জন সাধারণের জন্য - ৩.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৭৫ শতাংশ
৪৬ দিন থেকে ৯০ দিন: জন সাধারণের জন্য - ৪.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৪.৭৫ শতাংশ
৯১ দিন থেকে ৬ মাস: জন সাধারণের জন্য - ৪.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.২৫ শতাংশ
৬ মাসের অধিক সময় থেকে ৯ মাস: জন সাধারণের জন্য - ৫.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.৭৫ শতাংশ
৯ মাসের অধিক সময় থেকে ১ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৫.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.২৫ শতাংশ
১ বছর থেকে ১ বছর ৬ মাস: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.০০ শতাংশ
১ বছর ৬ মাসের অধিক সময় থেকে ২ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.০০ শতাংশ
২ বছরের অধিক সময় থেকে ৯৯৮ দিন: জন সাধারণের জন্য - ৭.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৫০ শতাংশ
৯৯৯ দিন: জন সাধারণের জন্য - ৭.৪৯ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৯৯ শতাংশ
১০০০ দিন থেকে ৩ বছর পর্যন্ত সময়: জন সাধারণের জন্য - ৭.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৮০ শতাংশ
৩ বছরের অধিক সময় থেকে ৫ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.০০ শতাংশ
৫ বছর: জন সাধারণের জন্য - ৬.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.২৫ শতাংশ
৫ বছর এবং তার অধিক ১০ বছর পর্যন্ত সময়: জন সাধারণের জন্য - ৬.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৫০ শতাংশ
জন স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সুদের হার:
৭ দিন থেকে ১৪ দিন: জন সাধারণের জন্য - ২.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৩০ শতাংশ
১৫ দিন থেকে ৬০ দিন: জন সাধারণের জন্য - ৩.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৮০ শতাংশ
৬১ দিন থেকে ৯০ দিন: জন সাধারণের জন্য - ৩.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৪.৫৫ শতাংশ
৯১ দিন থেকে ১৮০ দিন: জন সাধারণের জন্য - ৪.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.৩০ শতাংশ
১৮১ দিন থেকে ৩৬৪ দিন: জন সাধারণের জন্য - ৫.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৩০ শতাংশ
১ বছর (৩৬৫ দিন): জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৩০ শতাংশ
১ বছর এবং ২ বছরের অধিক সময়: জন সাধারণের জন্য - ৭.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৮০ শতাংশ
২ বছর এবং ৩ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৮.০৫ শতাংশ
৩ বছর এবং ৫ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৮.০৫ শতাংশ
৫ বছর (১৮২৫ দিন): জন সাধারণের জন্য - ৭.৩৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৮.১৫ শতাংশ
৫ বছর এবং ১০ বছরের অধিক সময়: জন সাধারণের জন্য - ৬.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৮০ শতাংশ
উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার:
৭ দিন থেকে ২৯ দিন: জন সাধারণের জন্য - ২.৯০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৩.৪০ শতাংশ
৩০ দিন থেকে ৮৯ দিন: জন সাধারণের জন্য - ৩.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৪.০০ শতাংশ
৯০ দিন থেকে ১৭৯ দিন: জন সাধারণের জন্য - ৪.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৪.৭৫ শতাংশ
৬ মাস: জন সাধারণের জন্য - ৫.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.৫০ শতাংশ
৬ মাস এবং তার বেশি সময় থেকে ৯ মাসের কম সময়: জন সাধারণের জন্য - ৪.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.২৫ শতাংশ
৯ মাস: জন সাধারণের জন্য - ৫.০৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৫.৫৫ শতাংশ
৯ মাস এবং তার বেশি সময় থেকে ১ বছরের কম সময়: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৩০ শতাংশ
১ বছর: জন সাধারণের জন্য - ৬.৭০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.২০ শতাংশ
১২ মাস এবং ১ দিন থেকে ১৫ মাস: জন সাধারণের জন্য - ৬.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৫০ শতাংশ
১৫ মাস এবং ১ দিন থেকে ১৮ মাস: জন সাধারণের জন্য - ৭.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৫০ শতাংশ
১৮ মাস এবং ১ দিন থেকে ২৪ মাসের কম সময়: জন সাধারণের জন্য - ৬.৬০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.১০ শতাংশ
২৪ মাস: জন সাধারণের জন্য - ৭.১০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৬০ শতাংশ
৯৯০ দিন: জন সাধারণের জন্য - ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.০০ শতাংশ
৯৯১ দিন থেকে ৩৬ মাস: জন সাধারণের জন্য - ৭.২০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৭০ শতাংশ
৩৬ মাস এবং ১ দিন থেকে ৪২ মাস: জন সাধারণের জন্য - ৬.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৭৫ শতাংশ
৪২ মাস এবং ১ দিন থেকে ৬০ মাস: জন সাধারণের জন্য - ৭.২০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৭.৭০ শতাংশ
৬০ মাস এবং ১ দিন থেকে ১২০ মাস: জন সাধারণের জন্য - ৬.০০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য - ৬.৫০ শতাংশ
তবে বিনিয়োগের আগে দরকারে ব্যাঙ্কে গিয়ে একবার সরাসরি কথা বলে নেওয়া এবং বাকি বিষয় খুঁটিয়ে জেনে নেওয়া জরুরি!