TRENDING:

FD In Canara Bank: ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করল কানাড়া ব্যাঙ্ক; রইল সেই নতুন হারের তালিকা!

Last Updated:

FD In Canara Bank: ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে কানাড়া ব্যাঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাবলিক সেক্টর কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) পরিবর্তন করেছে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposits) সুদের হার। ২০২২-এর ১৬ জুলাই, শনিবার থেকে কার্যকর হয়েছে ব্যাঙ্কের নতুন সুদের হার।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কানাড়া ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার:

৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে কানাড়া ব্যাঙ্ক। সুদের এই হার পরিবর্তন হওয়ার পর ৭ দিন থেকে ৪৫ দিনের এফডি-তে সুদ পাওয়া যাবে ২.৯০ শতাংশ এবং ৪৬ দিন থেকে ৯০ দিনের এফডি-তে পাওয়া যাবে ৪ শতাংশ সুদ। এ-ছাড়া ৯১ দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাবে ৪.০৫ শতাংশ এবং ১৮০ দিন থেকে ২৬৯ দিনের এফডি-তে পাওয়া যাবে ৪.৫০ শতাংশ সুদ। ২৭০ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪.৫৫ শতাংশ, ৩৩৩ দিনের এফডি-তে সুদ পাওয়া যাবে ৫.১০ শতাংশ।

advertisement

আরও পড়ুন- ক্লাসে পড়ুয়াদের হাজিরা 'নিশ্চিত' করতে কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে শুরু হতে চলেছে বায়োমেট্রিক ব্যবস্থা

১ বছরের এফডি-তে পাওয়া যাবে ৫.৩০ শতাংশ সুদ এবং ১ বছরের বেশি থেকে ২ বছরের কম মেয়াদের এফডি-তে পাওয়া যাবে ৫.৪০ শতাংশ সুদ। এ-ছাড়া ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডি-তে ৫.৪৫ শতাংশ সুদ, ৩ বছরের থেকে ৫ বছরের কম মেয়াদের এফডি-তে ৫.৭০ শতাংশ সুদ এবং ৫ বছর থেকে ১০ বছরের এফডি-তে ৫.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন- বাদল অধিবেশনের শুরুতেই অগ্নীবীরে প্রশ্নবাণ অভিষেকের, পাল্টা জবাব মোদি সরকারের

প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে উচ্চ সুদের হার:

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

সাধারণ বিনিয়োগকারীরা কানাড়া ট্যাক্স সেভার ডিপোজিট স্কিমের মাধ্যমে পাবেন ৫.৭৫ শতাংশ সুদের হার, সেখানে প্রবীণ নাগরিকরা সুদের হার পাবেন ৬.২৫ শতাংশ। কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইটে উপলব্ধ তথ্য অনুযায়ী, NRO/NRE এবং CGA ফান্ড ছাড়াও ২ কোটি টাকার কম ফান্ড এবং ১৮০ দিন বা তার বেশি মেয়াদের জন্য বিনিয়োগ করা প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ০.৫০ শতাংশ বেশি সুদ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
FD In Canara Bank: ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করল কানাড়া ব্যাঙ্ক; রইল সেই নতুন হারের তালিকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল