কানাড়া ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার:
৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে কানাড়া ব্যাঙ্ক। সুদের এই হার পরিবর্তন হওয়ার পর ৭ দিন থেকে ৪৫ দিনের এফডি-তে সুদ পাওয়া যাবে ২.৯০ শতাংশ এবং ৪৬ দিন থেকে ৯০ দিনের এফডি-তে পাওয়া যাবে ৪ শতাংশ সুদ। এ-ছাড়া ৯১ দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাবে ৪.০৫ শতাংশ এবং ১৮০ দিন থেকে ২৬৯ দিনের এফডি-তে পাওয়া যাবে ৪.৫০ শতাংশ সুদ। ২৭০ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪.৫৫ শতাংশ, ৩৩৩ দিনের এফডি-তে সুদ পাওয়া যাবে ৫.১০ শতাংশ।
advertisement
১ বছরের এফডি-তে পাওয়া যাবে ৫.৩০ শতাংশ সুদ এবং ১ বছরের বেশি থেকে ২ বছরের কম মেয়াদের এফডি-তে পাওয়া যাবে ৫.৪০ শতাংশ সুদ। এ-ছাড়া ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডি-তে ৫.৪৫ শতাংশ সুদ, ৩ বছরের থেকে ৫ বছরের কম মেয়াদের এফডি-তে ৫.৭০ শতাংশ সুদ এবং ৫ বছর থেকে ১০ বছরের এফডি-তে ৫.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে।
আরও পড়ুন- বাদল অধিবেশনের শুরুতেই অগ্নীবীরে প্রশ্নবাণ অভিষেকের, পাল্টা জবাব মোদি সরকারের
প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে উচ্চ সুদের হার:
সাধারণ বিনিয়োগকারীরা কানাড়া ট্যাক্স সেভার ডিপোজিট স্কিমের মাধ্যমে পাবেন ৫.৭৫ শতাংশ সুদের হার, সেখানে প্রবীণ নাগরিকরা সুদের হার পাবেন ৬.২৫ শতাংশ। কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইটে উপলব্ধ তথ্য অনুযায়ী, NRO/NRE এবং CGA ফান্ড ছাড়াও ২ কোটি টাকার কম ফান্ড এবং ১৮০ দিন বা তার বেশি মেয়াদের জন্য বিনিয়োগ করা প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ০.৫০ শতাংশ বেশি সুদ।