এই বৈঠকে শেয়ার বাইব্যাকের নিয়ম পরিবর্তনের বিষয়ে বিবেচনা করা হতে পারে বলে সূত্রের খবর। কারণ, অতীতে বাইব্যাক করা অনেক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা নিজেদের সুবিধার জন্য তারিখ পরিবর্তন করেছে।
CNBC TV-18-এর সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, SEBI বোর্ড মিটিংয়ে MIIs (MARKET INFRASTRUCTURE INSTITUTION) নিয়েও আলোচনা করতে পারে।
সেবি গত মাসে নিয়ম সংশোধনের জন্য একটি পরামর্শ বিজ্ঞপ্তি জারি করেছিল। এতে বলা হয়েছিল, ঋণমুক্ত কোম্পানিগুলি একটি আর্থিক বছরে টেন্ডারের মাধ্যমে ২টি বাইব্যাক আনতে পারে। ২টি টেন্ডার রুট বাইব্যাকের মধ্যে কমপক্ষে ৬ মাসের ব্যবধান থাকা প্রয়োজনের ঘোষণা হতে পারে। শেয়ার বাইব্যাক সম্পর্কিত নিয়ম সম্ভবত কিছু বদল আসতে পারে।
advertisement
আরও পড়ুন, বড় সাফল্য সেনার! কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত ৩ জঙ্গি
বাইব্যাক প্রক্রিয়ার মেয়াদ কমানোর প্রস্তাবও রয়েছে। অনেক কোম্পানি বাইব্যাকের জন্য ছয় মাসের বেশি সময় নির্ধারণ করে। এই অবস্থায় স্টকের সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয় না। বাইব্যাক প্রক্রিয়ার মেয়াদ ৬ মাস থেকে কমিয়ে ২০২৩ সালের এপ্রিল থেকে ৬৬ দিনে করার প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন, দিল্লি নয়, সাত দিনের জন্য় অনুব্রতর ঠিকানা দুবরাজপুর থানা! তড়িঘড়ি বৈঠকে ইডি
এপ্রিল ২০২৪ থেকে বাইব্যাক প্রক্রিয়ার সময়কাল ২২ দিন কমানোর প্রস্তাবও রয়েছে। এখন সেবি এই বৈঠকে কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই নজর রয়েছে সকলের।